এখনো নিজের কাছেই আছি......
গত দশ বছরে একটুও বড় হইনি
বুড়ো হয়েছি খানিকটা একটু।
খানিকটা গাছ হয়েও হইনি একটা গাছের মতো গাছ,
হইনি প্রশস্তপান্থ ও কোনও প্রথিকের পথ।
জলের জন্য হইনি জলীয় জলজ।
খানিকটা পাহাড়ের মতো হয়েও,হইনি পাথরের মতো-নিঃপ্রাণ মহান।
তবু আমি আমার হলে আকাশ ছুঁতে পারতাম, তোমার হয়ে
শেষে হইনি তোমারও।
হইনা খাপের ভেতর খাঁপ খাওয়া মানুষ।
আমার পেছন সময়ে ছিলাম বাঁধের মতো অটুট ও বিমর্ষ
বা্ঁধনের বিবিলাসে হইনি তাও।
আমি বাঘ হয়ে বাঘের গাঁ'য় দিয়েছি বাঘের থাবা,অবিশ্রান্ত পৌরুষ আমার
শ্তধু ভালবাসায় ক্ষত বিক্ষত হয়েছি বারবার।
আমি কিছুটা সূর্ষের মতো হয়েও -লজ্জাবিনত
কখনো উদ্যিত হইনি জনে অথবা বিজনে।
আমি আমার কৃষক বাবার শস্যের মতো হয়েও হইনি উপাদেয়।
শ্তধু লজ্জার কাছে আবরিত লাজুক!
আমি আমার দেয়ালে ঠেকিয়েছি দেয়ালের পিঠ দেয়ালে--
তবু এই প্রতারণা লজ্জার কাছে;হয়না কিছুতেই বিনীত বিনয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।