Every emotion have a feelings. But every feelings have no emotion. ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য মার্কেটপ্লেস বা ওয়েবসাইট হচ্ছে ওডেস্ক। মুক্ত পেশা হিসেবে এখানে যে-কেউ সফল হতে পারেন। তবে অনেকেই মনে করেন ওডেস্কে কাজ পাওয়া অসম্ভব কঠিন একটা ব্যাপার। কিন্তু এটা মোটেই ঠিক নয়। সঠিক গাইডলাইন বা দিকনির্দেশনা পেলে আপনিও সফল হতে পারেন ওডেস্কে এবং হয়ে উঠতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার।
তবে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস সাইটে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যা ভালোভাবে না জানার কারণে অনেকে সফলভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন না। এ জন্য জানতে হবে ফ্রিল্যান্সিংয়ের সুবিধা-অসুবিধাসহ রেটিং, ডেডলাইট, সম্মানী বা পারিশ্রমিকের বিষয়টি। নতুনদের নিয়ে অগ্রসর হতে চাই আমরা। ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের অবস্থান প্রথমে দেখতে চাই। তাই নতুনদের জন্য-যাদের কাজ শেখার আগ্রহ আছে,আছে সত্যিকারের কাজ শিখে টাকা আয় করার মানসিকতা,তাদের জন্য লাল-সবুজ আইটি চালু করেছে অনলাইন আর্নিং-ওডেস্ক এর উপর বিশেষ প্রশিক্ষণ কোর্স।
তাছাড়াও এখানে মাইক্রোসফট অফিস, ইন্টারনেট, এইচটিএমএল ও ওয়েব ডিজাইন এর উপর পৃথক পৃথক কোর্সও চালু আছে। LALSOBUJ IT পরিবারের সদস্য হিসাবে আমরা আপনাকে পেতে চাই। আশা করছি আপনি আমাদের আহ্বানে সাড়া দিবেন এবং কর্মমুখী কিছু শিখবেন যা ভবিষ্যতে আপনার কাজে আসবে।
কেন আপনি লাল-সবুজ আইটির অনলাইন কোর্সগুলো করবেন?
ক্লাস সংক্রান্ত সকল কার্যক্রম ফেসবুক এ গ্রুপ তৈরি করে শেখানো হয় এবং টেক্সট ও ভিডিও পোষ্ট এর মাধ্যমে টিউটোরিয়াল পরিচালনা করা হয়, যার ফলে কোর্স সদস্যবৃন্দ ঘরে বসে কম্পিউটার ও ইন্টারনেট এর মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবেন। বিস্তারিত, প্রাঞ্জল এবং বোধগম্য টেক্সট পোষ্ট এবং ভিডিও টিউটোরিয়াল এর ব্যবস্থা।
প্রয়োজনে ডিভিডি অথবা সিডিতে সরবরাহের ব্যবস্থা। কোর্স চলাকালীন পুরো মাসব্যাপী সকল ক্লাসের সংরক্ষণ রাখা হয়। এতে কোর্স সদস্যরা যে কোন সময় তাদের সুবিধা অনুসারে ক্লাস করতে পারবেন। কোন বিষয় সম্পর্ক জানতে অথবা বুঝতে সমস্যা হলে থাকছে সরাসরি প্রশ্ন করার সুবিধা এবং লাইফ টাইম সাপোর্ট।
আমাদের পরবর্তি ব্যাচের ক্লাশ শুরু হবে ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ থেকে।
এই ব্যাচে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করুন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।