"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫ আজ এক আজব কাহিনী শুনলাম, ভাবলাম ঘুমানোর আগে আপনাদের সাথে শেয়ার করে যাই... জীবনে কখনো শুনেছেন, মোবাইলে ব্যালেন্স চেক করলে টাকা কাটে?? বাংলাদেশে এত সস্তা কল রেট হওয়ার পরেওতো পাবলিক গালাগালি করে কিছু বাকি রাখে না! কানাডায় মিসড কল করলে তার জন্য চার্জ কাটা হয়। আমার এক বন্ধু মিশরে গিয়েছে। সেখানে গিয়ে দেখে ভোডাফোন এ ব্যালেন্স চেক করার জন্যও চার্জ কাটা হয় !! প্রতিবার ব্যালেন্স চেক এ ০.১৯ ইজিপশিয়ান পাউন্ড (বাংলাদেশী টাকায় ২.৫৭ টাকা) কাটে !!! আমার দোস্তের ফেইসবুক ছবি এবং মন্তব্যগুলোই তুলে দিচ্ছি... ছবির ক্যাপশন ঘটনার বিস্তারিত বর্ণনা... আজব দেশ, আজব অপারেটর !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।