ধুর ফাউল প্যাচাল:
সেই মে মাসে লাষ্ট ছোট্ট ঘটনা - ১৫ লিখেছিলাম। এর মধ্যে অনেক অনেক ছোট্ট ঘটনা ঘটে গেছে, যার কোনটাই লেখা হয়নি। যতগুলি মনে আছে লিখব সময় করে (হয়ত)। যাই হোক, আজকে নতুন একটা ঘটনা লিখছি।
ঘটনা:
সেদিন একটা বিয়েতে যাচ্ছিলাম।
ফ্যাশন সচেতন না হওয়ার কারণে আমি ঠিক জানি না কবে কি ড্রেস পরতে হয়, যার ফল স্বরুপ আমি একটি টি-শার্ট এবং একটি জিন্স পরেই রওনা দিয়েছি। সাথে ছিল একটা বন্ধু, সে দেখি সেইরকম একখান পাঞ্জাবী পরছে, আর আমারে ইয়া মস্ত এখান ধমক দিয়ে বলল "ক্ষ্যাত"।
হ্যাঁ আমি খুব ভাল করেই জানি যে আমি ক্ষ্যাত, কিন্তু কেউ মুখের উপর এমনে বললে বেশ কষ্টই লাগে। যাই হোক, বন্ধু বলেই চেপে গেলাম। কিন্তু তার নিতান্তই কপাল খারাপ।
যার ফলে আমাকে অপমান করার চরম একটা শিক্ষা তাকে পেতে হল প্রায় সাথে সাথেই।
পাশ থেকে এক রিক্সাওয়ালা আমাদের ওভারটেক করে যাচ্ছিলেন। তিনি বেশ জোরে সোরেই বলে বসলেন, "ভাইয়া, আপনার উড়না ঠিক করেন, প্যাচায় যাইবত"। নিতান্তই সহজ, সরল এবং সাহায্য মূলক একটা কথা। কিন্তু আমার বুঝতে একটু সময় লাগল (ব্রেন স্লো কিনা)।
আমি পাশে তাকালাম, দেখলাম আমার বন্ধুটিই বসে আছে, তাহলে ওড়নার কথা আসল ক্যামনে? বুঝতে না পেরে তাকে বলেই বসলাম, "কারে বলল"? বন্ধুর সহজ উত্তর, "আমাকে"।
বিষয় তখনও ক্লিয়ার না! বললাম, "তুইতো ছেলে! তোরে বলবে কেন?" এই কথা শেষ করতে না করতেই মনে পড়ল, আজকাল ছেলেরা পাঞ্জাবীর সাথে ওড়না পড়ে। এবং আমার বন্ধুটি একটু আগেই সেটা গরমের জন্য খুলে হাতে নিয়েছে, যার একটি অংশ ঝুলে থাকতে দেখেই হয়ত রিক্সাওয়াল এমন কথা বলেছে।
কিন্তু আমার বোঝা দিয়ে আর কি হবে। বন্ধু আমার ক্ষ্যেপে গেছে ততক্ষণে।
"ফাইজলামি করস? জানসনা এখন পাঞ্জাবীর সাথে ওড়না পরা ফ্যাশান?"
বেশ জোরে সোরেই মাথা নাড়িয়ে তাকে বুঝানোর চেষ্টা করলাম যে বিষয়টা আমি জানি না (যদিও কথাটা মিথ্যা ছিল )। এইবারতো মামা কঠিন আকারে ক্ষেপছে। বলল, "কোনদিন দেখস নাই"? আমার আবারও জোরে মাথা নাড়ায় নেগেটিভ উত্তর। এবং সাথে সাথে পুরা শরীর নাড়ায় হাসি। বেচারা এতই ক্ষেপছে যে আর কথাই বলল না।
এর পর পুরা সময়টা তারে দেখলেই খুক খুক শব্দে হাসি আর সে আরও ক্ষ্যাপে।
অবশ্য চলে আসবার সময় সত্য কথাটা বলেই এসেছিলাম। তারে আজকেও ফোন দিছিলাম, একটা কাজে। কাজের কথা শেষ হতে না হতেই জিজ্ঞাসা করলা, "দোস্ত, ওড়না ঠিক আছেতো"? কোন উত্তর না দিয়েই ফোনটা কেটে দিল।
পুনশ্চ: দয়া করে কেউ এটাকে ক্যাচালীয় পোষ্ট বানাবেন না।
আমি আসলেই এখনও বুঝিনা যে পাঞ্জাবীর সাথে ওড়নার সম্পর্ক কি!
---------------------------------------------------------
আমার ছোট্ট ঘটনা সিরিজের ১-১০ পর্যন্ত পড়তে হলে এখানে ক্লিক করুন।
ছোট্ট ঘটনা - ১১
ছোট্ট ঘটনা - ১২
ছোট্ট ঘটনা - ১৩
ছোট্ট ঘটনা - ১৪
ছোট্ট ঘটনা - ১৫ : একজন মুক্তিযোদ্ধা এবং একজন ভীতু আমি! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।