আমাদের কথা খুঁজে নিন

   

***বিভিন্ন সময়ের বিভিন্ন অনুভূতি থেকে লেখা এই ছোট্ট ছোট্ট বাক্য ***

হৃদয়ের দু'পাট ঠেলে স্মৃতিরা ঝড় তোলে দুঃখক্রোধে। আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে কত কি যে ভাবি, কত যে ছবি আকি। আমার প্রিয় আকাশ। ১ আকাশে গোধূলি রঙ সুখ ভারাক্রান্ত মন স্বপ্নরা দেয় দোলা আনন্দে নৃত্য শিহরণ .......... ২ দুপুর বেলা উদাস মনে চেয়ে থাকি আকাশ পানে নীল আকাশে মেঘের ভেলা আলো ছায়া করছে খেলা ..... বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি!!! বৃষ্টির প্রতিটা ফোঁটায় আমার অন্যরকম অনুভূতি তৈরি হয়। বৃষ্টির ঝিরঝির শব্দ যেন মিষ্টি মধুর ছন্দ।

বৃষ্টিতে ভিজা অন্য রকম আনন্দ। অনেক দিন হয় বৃষ্টিতে ভেজা হয় না বৃষ্টির ঝুম ঝুম শব্দে মন ভরে যায় শূন্যতায় কষ্টে বেদনায় মন ছুয়ে যায় কখনও বৃষ্টি মনে হয় সুখের অনুভূতির ছোঁয়া কখনও কষ্টের অস্থিরতা তবুও বৃষ্টি দেখলে অজানা খুশিতে মন ভরে যায় ........ জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা ..আমার মন খারাপে আমি ছুটে যাই প্রকৃতির মাঝে। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে কেমন জানি এক শান্তি অনুভব করি। মন ভালো হয়ে যায়। সবুজ তৃণ-লতা ছায়া ধারী বৃক্ষেঘেরা স্নিগ্ধ রোদের ছোঁয়ায় পুলকিত মন শীতল হাওয়ায় অনন্তের পথে পথ চলি সুখের নীলিমায় ......... আমরা প্রতিটা মানুষ কষ্টের কাছে ঋনি।

কষ্ট আছে বলেই সুখের মর্ম বুঝি। আমি একটু দুঃখ বিলাসী। কারনে অকারনে মন খারাপ হয় ১ দুঃখ, ক্রোধ কষ্টহীন সময় শূন্য মরুভুমি অনিচ্ছা সত্ত্বেও হাসি দুঃখ ভুলাতে, নকল আনন্দে নানান মজার গল্প বলি তবুও পরেনা ঢাকা বিষণ্ণতার ছায়া .... ২ তুমি, আমি একই সাথে থাকি এই পৃথিবীকে প্রতিদিনই দেখি দেখি সমুদ্র, আকাশ, ঐ আকাশের চাঁদ কিন্তু আমরা কেউ দেখিনা আমাদের লুকিয়ে থাকা মনের ভেলায় বিশাল কালো মেঘে উড়ে দুঃখবোধের কর্কশ শব্দমালা যন্ত্রণা কাতর এক ঝাঁক বেদনা পাখি ............ আমার এক বন্ধুর প্রোফাইল ইমেজ দেখে ওর জন্য লিখেছিলাম। প্রচন্ড সূর্যের তাপ,এক মধ্যদুপুরে নেই কোন কোলাহল চারিদিকে নীরব নিস্তব্ধ বিশাল সমুদ্রের নীড়ে এক বুক যন্ত্রনা নিয়ে উত্তাল ঢেউয়ে মিশে আছি একটি জীবন্ত লাশ হয়ে ..... প্রিয় মানুষের একটু অবহেলা মনে বড় কষ্ট দেয়। দীর্ঘ নিঃশ্বাস ভারি হয়ে আসে।

আবার প্রিয় মানুষের দেওয়া একটু সুখে নেচে উঠে মন অকৃত্রিম উল্লাসে। রাগ করে বসে আছি। অনেক মন খারাপ। তখন অভিমান করে লিখা। তুমি আমার হৃদয়ের গভীরে কল্পনায় অনূভবে প্রতিটি শ্বাস-নিঃশ্বাসে সুখ তৃপ্ত মনে চোখের পলকহীন দৃষ্টিতে শিশিরস্নিগ্ধ, রৌদ্রোজ্জ্বল খুশীর ঝিলিক।

তুমি আমার তৃষ্ণার্ত নিঃশ্বাস যন্ত্রনার অভিশাপ দুঃখ ক্রোধ শূণ্যতার শব্দমালা যন্ত্রণায় কাতর এক ঝাঁক বেদনা পাখি। তবু আমি হারিয়ে যাই তোমার মাঝে বারে বারে নির্মল সুন্দরের সাক্ষাতে। জীবনের আঁকা বাঁকা পথ পেরিয়ে স্বপ্ন সুখ হারিয়ে যাই ভালোবাসার গভীরত্বে।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.