একলা চলি একলা ফিরি যেথায় খুশি সেথায় ঘুরি রাত দুপুরে পথের মাঝে গাছের তলে ঘুমিয়ে পড়ি জোস্না মেখে সারা শরীর সারাদিনের ক্লান্তি ভুলি ফুলের বুকে নাক ডুবিয়ে মধুর লোভে পাঁপড়ি খুলি। নদীর জলে যখন খুশি লাফিয়ে পড়ে গোসল করি ঘাটের কাছে বাঁধা নৌকোয় পাল খাটিয়ে বিদেশ ঘুরি রাত দুপুরে জোনাক হয়ে ঝোপের মাঝে জ্বলতে থাকি মনের সুখে মেঘের দেশে মেঘের মত ভাসতে থাকি। গাছের ডালে পাখির বাসা ফুল বাগানে গোলাপ হয়ে বাতাস বেয়ে অনেক দূরে পরীর কাছে ছুটছি বয়ে কোকিল হয়ে বসন্তকে মিষ্টি সুরে পড়াই মালা নীল আকাশে নীলের ছটা মাখছি গায়ে গাইছি পালা। বৃষ্টি হয়ে শ্রাবন মাসে ঝরঝরিয়ে পড়ছি ঝরে বাতাস হয়ে যাচ্ছি ঢুকে তোমার বুকে চুপটি করে দিঘীর জলে মাছের মত সাতার কেটে কাটাই বেলা বৃষ্টি এলে মাঠের পরে গলছি হয়ে মাটির ঢেলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।