এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
চৌরাস্তার উঁচু ল্যামপোষ্ট ছাড়িয়ে
নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে
চারিপাশে বিমুর্ত যেথায়
আমি ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ছায়া হয়ে যাই
তোমাদের ভালবাসায়।।
ছনছন উত্তাল হওয়ায়
চৌরাস্তার ল্যামপোষ্ট কাঁপায়
এককাপ গরম চায়ে
আমি ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ফিরে একাকার
তোমাদের ভালবাসায়।।
কখনো তোমাদের অজানা জানায়
বাউন্ডুলে ঝড় আমায় ভাবায়
তোমাদের ছায়ায় নির্বাক ভালবাসা
আমি আজন্ম ভবঘুরে
ঝড় নিয়ে আসি............................
আমি ভবঘুরে ঝড়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।