আমাদের কথা খুঁজে নিন

   

===মধ্যরাতের ভবঘুরে====





===মধ্যরাতের ভবঘুরে====

নীল ফানুস হয়ে গেছে দুঃখ সারথি
মগজের ভিতরে করে নিয়েছে আপন বসবাস,
জং ধরা সভ্যতায়
আলো এখন এক আকাশ দূরে ।
শিশির ধুয়ে গেছে যে বিষাদের ছায়া
তাতে জীবনের আলো মাখামাখির অপেক্ষায় ,
একটা ছায়া একটা শব্দ
এলোপাতাড়িভাবে রাজপথে ঘুরপাক খায় ।

বুকের মাঝে বিষাদের ছায়া
জেগে উঠে মধ্যরাতে ভবঘুরে বেশে ,
সোজা রাস্তার ফুটপাথ ধরে ছায়া পড়ে
দূরের ল্যাম্পপোস্টের ।
আজন্ম অভিলাষ নিয়ে
যে নিঃশ্বাস বেড়ে উঠেছে এ শহরের বিষাক্ত ধোঁয়ায় ,
সেখানে মিলিয়ে গেছে প্রতিদিন
অসংখ্য নিঃসঙ্গ মনচারী ।

প্রতিদিন ব্যস্ত অভিনেতার বেশে
আমাদের দুরন্ত জীবনের সিথান ছুটে চলে ,
সেখানে দূরের নিয়ন আলো জাঁকজমক
সব এক সংস্পর্শের মিছিল ।
খোলা বুকপকেটের হাওয়ায়
তবুও যে ভালোবাসা অবশিষ্ট রয়ে যায়
তাতেই ভর করে উঠে
মধ্যরাতের নিঃসঙ্গ ভবঘুরে মন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।