আমাদের কথা খুঁজে নিন

   

ভবঘুরে ও রাজকন্যাদের গপ্প

আমার লেখা পড়ে.................. নার্সিসাস এখনও চলমান, জল টলমল কে যেন আমায় বলে, চলে গিয়েছিল নিভৃতে সমুদ্রও আজ বৃহন্নলা- কেবল চেয়ে থাকে। চারদিকে রাজাদের ভীড়- মন্ত্রীরা আসেযায় প্লাস্টিক ফুলের বন- শোভিত সৌন্দর্য, মুগ্ধ। রাজকন্যারা হেসে হেসে গলে পড়ে- চেয়ে থাকি যদিও দেখিনি কোন রাজকন্যা, প্রসাধনের জয়। ব্যাস্ততা ভর্তি জনপদ, যদিও জীবন স্থবির! আমি খুঁজে ফিরি রাজ কন্যা, রাজ পুত্র ও সূর্য্য আমার রাজ বংশীয় হওয়ার ইচ্ছে নেই কোন, কেননা কাচের চাল ভেঙ্গে পড়লে মাথা, হা, পা কেটে যেতে পারে, তাতে আমার খুব ভয়- নার্সিসাস এখনও চলমান- জল টলমল । আমি ক্রমাগত মুগ্ধ বা হতাশ এক ভবঘুরে সূর্যের সাথে আহার সারলেও চন্দ্রে কথপোকথন রাজকন্যাদের দেখে দেখে মুগ্ধ কবিতা আঁকি তারা কখনও ফিরে চায় না আমার দিকে-দূরে। প্রতিনিয়ত তারা হেসে গলে পড়ে- ছলবলে মাঝে মাঝে একলা রাতে তাদের ভেজা রুমালে সমুদ্র বাতাস পাঠায়- বদ্ধ প্রাসাদে তাও হারায়। আমি তবুও তাদের দেখে কবিতা আকি ক্রমাগত তারা দূরে দিয়েই চলে যায়,কখনও ফিরে চায় না রাজ কবি আছেন বলে, রাজ কবিতা রচনায় ! যদি কখনও চাইতো ফিরে রাজকন্যারা আকাশে মেঘ উড়াতাম নাটাইয়ে বেধে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।