কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড যে হাতে তোমার শরীর ছুঁয়েছিলাম, সে হাত আমি হৃদয়ের গহীনে লুকিয়ে রেখেছিলাম সেই কবেই; কিন্তু তার ডালপালা হৃদয় ফুঁড়ে বেশ বাড়ন্ত এখন ছুঁতে চায় শরীর, রমনীর- তাহলে কি এ হাত ভালবেসেছিল শুধুই শরীর তোমার! আমি তো হায়েনার ছাল ছাড়িয়েই তাকে হৃদয়ে কবর দিয়েছিলাম, আমি তো একটা খাঁদ সমেত পুরোটা ঝর্ণা অবিরাম আঙুরের লতা আর সমুদয় নুড়ি-পাথর দিয়ে গেঁথেছিলাম সৌধ সে গভীরে; ক্রমবিবর্তনের এক মানবিক প্রেষণায় সম্মতি কি তবে লুকিয়েছিল আমার নখের ময়লায়, চোখের পিচুঁটিতে- তোমার লোমহীন বুক কি এক একটা রঙিন বেলুন ছিল তখনও আমি জানি, এ বৃক্ষের শেকড়ের গভীরতা আমি জানি, শরীর মানেই এখনও উত্তাপ আমার গভীরতর মন আজ আর নেই হৃদয়ে বন্য এক অবাক বংশধর তাকে টেনে এনেছে তোমার নাভীমূলের ভুল করা, ডুব দেওয়া প্রপাতে আমি এখন মানুষ কোনো, শুধু হাওয়ার পালক নই দেখ এ আগুন, দেখ এ বৃক্ষ, দেখ এ প্রান্তর আমারই ঝুলন্ত স্রোতে তুমি যত পারো নুড়ি ছুড়ে মারো আমি আর তাকাবো না পিছু, খুঁজবো না কিছু শুধুই স্পর্শ দিয়ে; আমি জেনে গেছি চাপা দেওয়া লাল আরও বেশি লালভ হয় মরচে পড়ার পর।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।