আমাদের কথা খুঁজে নিন

   

লুকিয়ে ফেলুন

ভাল কিছু শিখার জন্য অবশ্যই পড়তে হবে। আপনি যদি আপনার কম্পিউটার ফাইল অন্যদের থেকে লুকিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারের বিশেষ কিছু ফাইল ও ডকুমেন্টসকে প্রাইভেট অপশন চালুর মাধ্যমে অন্য ইউজারদের থেকে লুকিয়ে রাখা সম্ভব। এ অপশনটি আপনার প্রোফাইল নির্ভর সব ফাইল, my documents ও এর ভেতরে সব sub folders, Desktop, Start Menu, Cookies এবং favorites এই সবগুলোকে লুকিয়ে রাখতে পারে। এর বাইরেও যদি কোন বিশেষ ফাইল লুকাতে চান, সেক্ষেত্রে ফাইলটিকে cut করে আপনার প্রোফাইলের my documents ফাইলের my music, my pictures, অথবা my videos এ পেস্ট করে নিয়ে আপনার my documentটি প্রাইভেট করে দিলেই তা আর আপনার ইউজার ব্যতীত অন্য কোনো ইউজার ধরতে পারবে না। এটি একটিভ করতে যা যা করতে হবে: * Star menu থেকে my computer ওপেন করুন।

* আপনার windows টি যে ড্রাইভে ইনস্টল করা আছে, (সচরাচর drive : c' তো ইনস্টল করা থাকে) সেই ড্রাইভের ওপর ডাবল click করুন। * যদি ড্রাইভের ফাইলগুলো হিডেন করা থাকে, তাহলে Page এর যেখানটায় 'click show the contents of this drive' লেখা আছে, সেখানটায় click করুন। সেখানে (c) drive এর সব ফাইল দেখা যাবে। * এখন documents and settings folder -এ ডাবল ক্লিক করুন। * এবার আপনার user profile এর ফোল্ডার ডাবল ক্লিক করে ওপেন করুন।

* এরপর আপনি সেখান থেকে যে ফাইলটিকে প্রাইভেট করতে চান তার ওপর right click করে properties এ click করুন। * এবার sharing' tab এ গিয়ে make this folder private' লেখাটির ওপর click করুন। * password নির্ধারণের tab আসবে। folderটি ওপেনের জন্য Password দিতে চাইলে yes- এ click করুন। নতুবা no তে click করুন।

হয়ে যাবে প্রাইভেট। (note : প্রাইভেট অপশনটির জন্য আপনার driveটি অবশ্যই NTFS ফরমেটেড হতে হবে। তবে সচরাচর ড্রাইভ NTFS ফরমেটে দেওয়া থাকে। )(ইন্টারনেট থেকে)। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।