আমাদের কথা খুঁজে নিন

   

বাড়িয়ালার মেয়েটি সাথে এক প্লেট চটপটি

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! চটপটি জিনিসটার প্রতি আমার আলাদা একটা আকর্ষন আছে ! প্রতি দিন সন্ধ্যার সময়ে এক প্লেট চটপতি না খেলে মনে হয় যেন কি যেন করি নি ! কি যেন একটা কাজ বাকী রয়ে গেছে ! আজও তাই চটপটি খাওয়ার জন্যই বের হলাম বাইরে ! তিনতলায় এসেছি দেখলাম বাড়িয়ালার মেয়েটি দরজা খুলে বের হল । আমি এই জিনিসটা ঠিক বুঝতে পারি না এখনও ! আমি যখন সিড়ি দিয়ে উঠি বা নামি, ঠিক যখন তিন তলার কাছে আসবো মেয়েটি দরজা ঠেলে বের হবে । তার পর আমার দিকে তাকিয়ে একটু হাসবে ! মেয়েটি কি টেলিপ্যাথি জানে নাকি !! কে জানে !! একদিন সময় করে জিজ্ঞেস করতে হবে ! আজও মেয়েটা আমাকে দেখে মিষ্টি করে হাসলো ! -কোথায় যচ্ছেন? -আমি ? কোথাও না । এই একটু নিচে যাবো ! -নাস্তা করতে? -এই আর কি ! চটপটি খাবো ! -চটপটি!! মেয়েটার মুখ দেখে মনে হল যেন চটপটি অনেক দিন খাই নি ! আমো বললাম -চলুন ! আমার সাথে খাবেন একপ্লেট ! -আমি? মেয়েটা একটু খুশি হল । কিন্তু পরক্ষনেই মুখটা কেমন যেন একটু মলিন হয়ে গেল ! -না থাক ! -আশ্চর্য ! থাকবে কেন? এই তো বাসার পাশেই তো চটপটির দোকান ! চলুন কোন সমস্যা নাই ! -না একটু সমস্যা আছে ! -চলেন না ! কি হবে ? -প্লিজ কিছু মনে করবেন না ! একটু সমসয়া আছে ! -ও !! এবার আমার মনটা খারাপ হল কিছুটা ! মেয়েটার সাথে চটপটি খেতে পারলে ভাল লাগতো ! পছন্দের খাবার গুলো পছন্দের মানুষ গুলোর সাথে খেতে পারলে তার সাধ আরো বেরে যায় ! অনেক দিন থেকেই ভাবছিলাম মেয়েটাকে চটপটি খাওয়ার অফার দিবো !! কিন্তু মেয়েটি এভাবে মানা করে দিল ! কি এমন হত আমার সাথে চটপটি খেলে ! -আপনি রাগ করলেন না তো ! -না রাগ করার কি আছে ! কিন্তু মনে মনে আমি একটু রাগই করলামই মেয়েটার উপর ! -না আপনি রাগ করেছেন ! আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে ! -না আমি রাগ করি নি ! আচ্ছা আমি যাই ! কেমন !! মেয়েটিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নেমে চলে এলাম ।

একবারও ফিরে তাকালাম না ! আমি জানি না মেয়েটি গেট পর্যন্ত আসবে ! আামর দিকে তাকিয়ে থাকবে !! একবার কি ফিরে তাকাবো ? না থাক ! তাকাবো না !! আচ্ছা মেয়েটি তো আমার পিছন পিছন আসতে পারে ! আমি যখন চটপটির অর্ডার দিবো মেয়েটি এসে বলবে চলে এলাম আপনার সাথে চটপটি খাওয়ার জন্য ! চটপটির দোকানের সামনে গিয়ে খানিক সময় অপেক্ষা করলাম ! যদি মেয়েটা আসে !! কিন্তু বেশ কিছুক্ষন দাড়িয়ে থাকার পরও মেয়েটি এল না !! আশ্চর্য এলোই না !! এখান থেকেই প্রতিদিন চটপটি খাই । দোকানদার মামা আমাকে খুব ভাল করে চেনে ! প্রতিদিন এসেই আমমি অর্ডার দেই । আজ দিচ্ছি না দেখে মামা নিজ থেকেই বলল -মামা আ খাইবেন বা ? -না মামা । আজ ভাল লাগছে না ! -খান মামা, ভাল কইরা বানাইয়া দেই ? -থাক মামা । কাল খাবো ।

আজ যাই । সত্যি সত্যিই চটপটি না খেয়েই চলে এলাম ! কেন এলাম ? জানি না ! মেয়েটার উপর রাগ করে ? কেন ? সে না খেলে না খাবে ! আমি কেন খাবো না কেন ? আমি হাটতে হাতটে বাসার দিকে যাচ্ছি । কেমন যেন একটা বিষন্নতা ভর করে আছে মনের ভিতর । মনে হচ্ছে হয়তো আর কোনদিন গলা দিয়ে চটপটি নামবে না আমার ! অদ্ভুদ মানুষের মন ! পরদিনও গেলাম না চটপটি খেটে ! বাইরেও বের হলাম না ! মনটা খারাপ হয়ে রইলো ! বারি যাবার সময় আমি মেয়েটিকে বলে যাই নি বলে মেয়েটি আমার উপর রাগ করেছিল । আর আমি এতো করে আামর সাথে চটপটি খেতে বললাম ।

শুনলো না । আমার কি রাগ হটে পারে না ? অবশ্যই পারে..... পরের দিন সন্ধ্যার সমসয় কি করবো ভাবছিলাম ! বাইয়ে কি বের হব কি না মনস্থির করতে পারছিলাম না । ঠিক এই সময় কলিংবেল বেজে উঠল ! দরজা খুলে দেখি বাড়ির দারোযান ! -কি ব্যাপার? -আপামনি আপনেরে ছাদে যাইতে কইছে ! -কেন? -আমি কইতে পারি না ! আপনে গিয়া দেখেন ! -আচ্ছা ঠিক আছে । গিয়ে বল আসছি ! ছাদে গিয়ে দেখি মেয়েটি এক কোনে দাড়িয়ে আছে ! আমি সামনে গিয়ে দাড়ালাম ! মেয়েটার মুখটাও কেমন যেন একটু মলিন ! আমার দিকে তাকিয়ে একটু হাসল । বলল -ভাল আছেন? -এই তো আছি ! -মন খারাপ আপনার ? -নাহ ! মন খারাপ কে হবে ! মেয়েটা কিছুক্ষন চুপ করে থেকে বলল -আমি জানি আপনার মন খারাপ ।

আপনি আমার উপর রাগ করেছেন ! -আমি কেন আপনার উপর রাগ করবো ? -ঐ যে আমি আপনার সাথে যেতে রাজি হই নি ! যাক তাহলে তুমি বুঝতে পেরেছ ! ভাল ! আমি কিছু না বলে চুপ করে থাকি ! দেখি মেয়েটা কি বলে ! মেয়েটা কি বলে ! -এভাবে রাগ করলে কি হয় বলুন ? আপনাকে বলেছিলাম না বাবা বাইরের জিনিস খাওয়া একদম পছন্দ করে না ! যদি আপনার সাথে যেতাম বাবার কানে ঠিকই পৌছে যেত যে আমি বাইরের চটপটি খেয়েছি ! মেয়েটি চুপ করে থালো কিছুক্ষন ! আমি বললাম -আপনি বলতেন । আমরা আর একটু দুরে গিয়ে খেতাম ! তাহলেই আপনার বাবা জানতে পারতো না ! -ওখানেও সমস্যা ছিল ! বাইয়ের খারার খেলেই আমার পেটে ট্রাবল দেখা দেয় ! দেবেই ! এই জন্য ! আমি চুপ করেই থাকলাম ! মেয়েটি আবার বলল -আপনি ঐ দিন চটপটি খান নি তাই না? মেয়েটা কিভাবে বুঝলো যে আমি চটপটি খাই নি ! -কালকেও খান নি ? কি সত্যি? -হুম !! -আসুন ? আমার সাথে । -কোথায় ? -আসুন তো ! মেয়েটি আমাকে সিড়ি ঘরে ওপাশে নিয়ে গেল । এখানে একটা টেবিল পাতা । দুপাশে দুটো চেয়ার ।

টেবিলের উপর ঢাকনা দিয়ে দুটো প্লেট ! মেয়েটি আমাকে বসতে বসলো ! আমি বসলাম ! মেয়েটিও বসলো । ঢাকনা উঠাতেই দেখলাম ধোয়া ওঠা চটপটি ! মেয়েটি বলল -বাসায় রান্না করা ! আমি রেধেছি ! খেয়ে বলেন কেমন হয়েছে ! ভাল হবে না জানি । প্রথম রেঁধেছিতো আমার মনটাই ভাল হয়ে গেল ! এক চামুছ মুখে নিলাম । মেয়েটি আগ্রহ নিয়ে আামর দিকে তাকিয়ে আছে ! -কেমন হয়েছে ? আমার কাছে মনে হল এর থেকে সাধের চটপটি আমি আর কোনদিন খাই ই নি !! এই সিরিজের আরো কিছু গল্প ০১. বাড়িয়ালীর মেয়েটি !! ০২. বাড়িয়ালার মেয়েটি আবার !! ০৩. একরিক্সায় বাড়িয়ালার মেয়েটি আর আমি ০৪. বৃষ্টিতে বাড়িয়ালা মেয়েটি ফেবু লিংক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।