আমাদের কথা খুঁজে নিন

   

বাড়িয়ালার মেয়েটি আবার !!

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! তেহরী খেয়ে বাসায় আসছিলাম ! বাড়ির সামনের বিশাল ডিপার্টমেন্টাল দোকানটার দিকে চোখ চলে গেল ! দেখি বাড়িয়ালা মেয়ে ! কি যেন কিনতেছে ! যদিও কিছু কেনার ইচ্ছা ছিল না তবুও ভিতরে ঢুকে পরলাম । মেয়েটার সাথে কিছুক্ষন কথা বলা যাক ! আমাকে দেখেই মেয়েটি বলল -আরে আপনি ? -এইতো ! -এতো রাত হল বাসায় ফিরতে ? কোথায় গেছিলেন ! -না । কোথাও যাই নি । পেট পুজা করতে গেছিলাম ! -কেন ? বাসায় রান্না হয়নি? -কি করবো বলেন বুয়া আসে নি । তাই বাধ্য হয়ে বাইরে খেতে হল !! ডাহা মিথ্যা কথা ! বুয়া এসেছে ।

কিন্তু আমার মাঝে মাঝেই তেহরী খেতে খুব মন চায় । তাই রাতে চলে যাই তেহরী খেতে ! মেয়েটি মুখে কেমন একটা সিমপ্যাথির ভাব ফুটে উঠল । -বুয়া না আসলে খুব ঝামেলা হয় আপনার তাই না ? -একটুা ঝামেলা হয় আরকি ? ব্যাপার না ! মেয়েটি আবার বলল -তবে একটা মজাও আছে অবশ্য ! -কি মজা ? -এই যে ইচ্ছা করলেই আপনারা বাইরে খেতে পারেন । জানেন, আমার আব্বা না বাইরের খাবার একদম পছন্দ করে না । আমাকে একটুও বাইরের খাবার খেতে দেয় না !! -বড়ই দুঃখের বিষয় ! আমি এমন ভাবে বললাম মেয়েটা হেসে ফেলল ।

মেয়েটার হাসি সুন্দর !! মেয়েটি বলল -তা আমি কি কিনতে এসেছেন ? -ও আসলে রাতএর খাবারের পর একটা আইসক্রিম না খেলে আমার ঠিক ভাল লাগে না । মেয়েটি আবার হাসলো ! আমি দোকানদার কে দুইটা চকবার দিতে বললাম । একটা মেয়েটার দিকে বাড়িয়ে দিয়ে বললাম -নিন ! -আরে না না ! এতো রাতে আইসক্রিম খাওয়া ঠিক হবে না । -আরে কোন সমস্যা নাই ! নিন ! মেয়েটা আইসক্রিম টা নিল । -ধন্যবাদ ! মেয়েটার সাথে আরো কিছুক্ষন কথা বলে বাসায় ফিরে এলাম ! মেয়েটার সাথে কথা বলে ভালই লাগে !! জানি সামনে আবারও কথা হবে মেয়েটার সাথে ! ভোর বেলা সেহরী খেতে উঠেছি ! ভাত রান্না করে হবে ।

ইস এখন যদি তেহরীর দোকান টা খোলা থাকতো ভাল হত ! এই রান্না করে আর ভাল লাগে না । ঠিক তখনই কলিংবেল বেজে উঠল ! এই সময় কে এল !! দরজা খুলে সত্যিই অবাক হতে হল !! বাড়িয়ালার মেয়েটি ! এখন ! এই সময়ে ? -আপনি ? মেয়েটি একটু হাসলো !! বলল -আজ না বুয়া আসে নি? তাই আপনার জন্য সেহরী নিয়ে এলাম ! আমি সত্যিই অবাক হয়ে গেলাম । মেয়েটি হাতের ঢাকা প্লেট টি আমার দিকে বাড়িয়ে দিল । -গরম করা আছে ! খেয়ে নিন । আমি বললাম -আপনাকে ধন্যবাদ ! অনেক বেশি ধন্যবাদ !! মেয়েটি আবার হাসলো ! ইস!! কি গভীর চোখ মেয়েটার ।

নাহ !! এই মেয়েটার চোখের দিকে বেশিক্ষন তাকিয়ে থাকলে আমি সত্যি মেয়েটার প্রেমে পড়ে যাবে ! যাওয়ার আগে মেয়েটি বলল - কথা হবে ! এখন যাই কেমন? কেমন একটা অনুমুতি চাচ্ছে যেন ! আমি যদি না বলি যেন যাবে না !! আমার মনটা আসলেই ভাল হয়ে গেল ! মন ভাল নিয়ে সেহরী খেতে বসলাম !! বাড়িয়ালীর মেয়েটি !! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।