আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! সন্ধ্যার কাছাকাছি সময় । তাড়াহুড়া করে বাসার সামনে হাজির হলাম । গেট খুলতে যাবো ঠিক তখন একটা সুদর্শন মত যুবক গেট খুলে বের হয়ে এল ।
এই বাসায় এই ছেলেটা আবার কোথা থেকে এল ?
আগে তো দেখি নি ?
কিন্তু আমার দেখার আরও একটু বাকি ছিল । সুদর্শন যুবকের পেছনেই বাড়িয়ালার মেয়েটি বের হয়ে এল এবং এমন একটা ভাব করলো যেন আমাকে চেনেই না ।
আমার সামনেই দুজন হাসাহাসি করতে করতে চলে গেল ।
আমার সামনে দুজন এমন ভাবে চলে যাবে আমি ভাবতেই পারি নি । মিস্টার সুদর্শন চলে যাক সেটা আমার কোন মাথা ব্যাখা নাই কিন্তু বাড়িয়ালার মেয়েটা এভাবে চলে গেল কেন ?
আমি গেটের সামনে দাড়িয়েই দুজনের চলে যাওয়া দেখলাম । মনের ভিতর ক্ষীন আশা ছিল যে বাড়িয়ালার মেয়ে একবার হলেও পেছন ফিরে তাকাবে । কিন্তু তাকাল না ।
ফাজিল মাইয়া !!
একবার তাকালি না ক্যান ?
আমার সত্যিই বিশ্বাস হল না যে মেয়েটা একবারও পিছন ফিরে তাকাল না ।
আসলেই মেয়েগুলো এমন কেন হয় ? এতো দিন আমার প্রতি এতো আগ্রহ দেখালো আর এখন আমাকে চিনেই না ?
আমার থেকে সুদর্শন কাউকে পেয়ে গেছে বলে ?
চেহারা এতোই জরুরী ?
হয়তো যুবক ভাল জব করে !
এগুলোই কি জরুরী ?
নাহ !
এগুলোই জরুরী !
মেয়েরা কেবল এগুলাই দেখে !!
আমি মন খারাপ করে রুমে ফিরে এলাম । আমার মনে হয় আজ আর বাড়িয়ালার মেয়ের সাথে কথা বলা হবে না । প্রতিদিন সন্ধ্যা বেলা মেয়েটার সাথে আমার কথা হয় ।
ছাদের উপর ।
দুজন যে খুব কথা বলি অথবা পাশাপাশি বসি তা কিন্তু না । মেয়েটা কখনও এক জায়গায় বসে না । ছাদের এক মাথা থেকে ও মাথা পর্যন্ত হাটা হাটি করে আমি কোন সময় দাড়িয়ে থাকি কোন সময় মেয়েটির পাশে পাশে হাটি । টুকটাক কথা হয় ।
কখনও বা চুপ করেই থাকি ।
কিন্তু দুজনেই সময় কাটে খুব চমত্কার ।
আমি ঠিক এই সময়টার জন্যই তাড়াহুড়া করে আসছিলাম কিন্তু এখন মনে হয় আর এসে লাভ নাই । বাড়িয়ালার মেয়েটি আজ মনে হয় আর আসবে না । সময় কাটানোর জন্য আমার থেকেও ভাল কাউকে পেয়ে গেছে !
ঘরের ভিতর বসেই পুরো সন্ধ্যা কাটিয়ে দিলাম । পুরো দুইদিন তার কোন খবর নাই ।
তিন দিনের দিন তার সাথে দেখা হল । সকালের দিকে । ক্যাম্পাসে যাচ্ছিলাম ।
-কোথায় যাচ্ছেন ?
পিছনে তাকিয়ে দেখি তিনি হাজির ! হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে !
-ক্যাম্পাসে ।
-যেতেই হবে ? আমার একটু নিউ মার্কেটে যাওয়ার দরকার ছিল ।
স্পষ্ট ইঙ্গিত তার সাথে !
না ।
আমি আর ফাঁদে পা দিবো না ।
আর না ।
অনেক হয়েছে !
বললাম
-আমি যাবো না !
মেয়েটির মুখ একটু কালো হয়ে গেল । আমি আবার বললাম
-আপনি সেদিন কার সুদর্শন যুবকের সাথে যান ।
আমার কাজ আছে ।
আমি আর দাড়ালাম না । এই মেয়ের পেছনে ঘুরে আর লাভ নাই । সারা বছর আমার সাথে টাংকি মারবে আর সময় হলে অন্য জনের হাত ধরে চলে যাবে ।
মেয়েটি নিশ্চই আমার কাছ থেকে এই কথা আশা করে নি ।
না করুক !
মেয়েদের সব আশা অনুযায়ী কাজ করার কোন মানে নেই ।
বিকেল বেলা ক্যাম্পাস থেকে ফিরছি । গেট দিয়ে ঢুকতে যাবো সেই ফাজিল সুদর্শনের সাথে আবার দেখা হয়ে গেল ।
ঐ দিনের মতই প্রথমে সুদর্শন যুবক বের হল । তারপর বাড়িয়ালার মেয়েটি ।
কিন্তু আজকে বাড়িয়ালার মেয়ের পর আরও একটা মেয়ে বের হল ।
আমি কেন জানি দুজনের চেহারার ভিতর বেশ খুজে পেলাম !
বোন না তো দুজন ?
আমার মুখের কথা মুখেই রয়ে গেল বাড়িয়ালার মেয়েটি বলল
-আপু তাহলে তোরা যা । তাড়াতাড়ি আসবি ।
তারপর সুদর্শন যুবকের দিকে তাকিয়ে বলল
-দুলাভাই আমার গিফট কিন্তু চাই । তা না হলে কিন্তু আজ কে ঘরে ঢুকতে দিবো না !
আমি তাকিয়ে রইলাম মেয়েটির দিকে ।
আপু আর দুলাভাই রিক্সায় উঠে চলে গেল । বাড়িয়ালার মেয়েটি এবার আমার দিকে একটু তাকিয়ে উপরে উঠে গেল ।
হায় হায় আমি করেছি কি ?
যদিও জানি যে মেয়েটা আসবে না তবুও ক্ষীন আশা নিয়েই ছাদে হাজির হলাম সন্ধ্যা বেলা ।
মেয়েটা কি আসবে ?
মরয়রদের মন তো একটু নরম হয় ! আমার উপর রাগ করে থাকবে ! কিন্তু মনে হয় আসবে !
আমি অপেক্ষা করেই রইলাম । ঠিক যখন মনে হল মেয়েটা আর আসবে নি তখনই মেয়েটা ছাদে পা রাখল ।
কিন্তু আমার দিকে এল না । ছাদের অন্য কর্ণারে গিয়ে দাড়াল ।
আমি ও কিছুক্ষন দাড়িয়ে রইলাম । তারপর মেয়েটার দিকে হেটে গেলাম ।
আচ্ছা আজ মেয়েটার হাত যদি ধরি !
চট করে হাত ধরলে মেয়েটা একটু চমকাবে !
আমি ঠিক মেয়েটার পাশে গিয়ে দাড়াই !
আর একটু কাছে !
এই তো ! হাত বাড়ালেই হাত ছোঁয়া যাবে !!
ধরবো নাকি ?
যদি কিছু বলে ?
বললে বলবে !
কেউ কোন কথা বলছে না ।
আমি অপেক্ষা করছি ! কিসের জন্য জানি না । কিন্তু করছি !
বাড়িয়ালার মেয়েটি এবার ঘুরে চলে যেতে চাইলো ! ঠিক তখনই আমি ওর হাত ধরলাম !
-হাত ছাড়ুন!
-এই প্রথম হাত ধরলাম ! আর এখনই বলছ ছাড়ো !
মেয়েটি আমার হাড় থেকে হাত ছাড়া নোর চেষ্টা করলো !
আমি বললাম
-এট লিষ্ট আমাকে সরি বলার সুযোগ দাও !
-আপনি কেন সরি বলবেন ! আপন এমন কিছু করে নি যে সরি বলবেন !
-সত্যি !
চারিদিকে অন্ধকার তবুও মেয়েটির চোখ দেখা যাচ্ছিল ! চোখে পানি টলটল করছিল তাও দেখা যাচ্ছিল !
আমি বললাম
-দেখ আমি বুঝতে পারি নি ! তোমার সাথে তোমার দুলাভাই কে দেখে আমার খুব খারাপ লেগেছে । খুব বেশি !
-কেন ? কেন খারাপ লেগেছে ?
-তুমি জানো না ?
-না আমি জানি না ! বলেন !
আমি পরলাম বিপদে ! এই কথা এখন কেমনে কই !
-আসলে ...............
-বলেন !!
মেয়েটি তার হাত ছাড়িয়ে নিল আমার কাছ থেকে !
-আমার ঐদিন আপনার কথা শুনে খুব খারাপ লেগেছিল ! কিন্তু তারপর ..।
আমি একটু আশার আলো দেখতে পেলাম । বললাম
-তারপর?
-তারপর বুঝলাম আপনি কেন রাগ করেছেন ! তারপর আর মন খারাপ করে থাকি নি ! যে কারোই মন খারাপ করে থাকতো !
-সত্যি???
-তবে খারাপ লেগেছে আপনার ঐদিনের কথা শুনে ! আপনি আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন না ?
-পারতাম !১ সরি !
মেয়েটি হেসে দিল !! তারপর বলল
-আর যেন না হয় !! হবে না তো ?
আমি কানে ধরলাম ।
আর হবে না !
বাড়িয়ালা সিরিজের অন্যান্য গল্পগুলো ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।