I am waiting for someone and I know she will ever come. বাংলাদেশ প্রতিদিন তোমার বক্ষে কত ঘটনা-রটনাই না ঘটে যায়। তুমি নিরবে-নিভৃতে সব সহ্য কর কিংবা চুপিসারে অশ্রুপাত কর অথবা আমাদের জন্য শুভ কামনা কর। কিন্তু হায় .! কোনই পরির্বতন হয়নি, হচেছ না, হবে কি.? এখনো প্রতিদিন তোমার বক্ষে নারী নির্যাতিত হয়,ধর্ষিত হয়,এসিড দগ্ধ হয়,যৌতুকের শিকার হয়। মুক্তিযোদ্ধারা রিকশা,ভ্যান চালায়,না খেয়ে মারা য়ায়। সেই ধরাবাহিকতায় ২০১১ সালে তোমার ভূমিতে ৭১১ নারী ধর্ষণের শিকার হয়েছেন।
৫১৬ জন নারী যৌতুকের শিকার হয়েছেন। এসিডে মুখ ও শরীর ঝলসে দেওয়া হয়েছ ১০১ জন নারীকে। ৩০ ব্যক্তিকে করা হয়েছে অপহরণ ও গুম। ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে ৩১ জনকে হত্যা করা হয়েছে। ২০৬ সাংবাদিকের ওপর হামলা হয়েছে।
তোমার মা, বোন,বধূ তোমার বক্ষদেশে বিচরণ করে নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা তুমি কী নিশ্চিতভাবে বলতে পারো ? আজ ৪০ লক্ষ তরুন-তরুণী নেশাগ্রস্থ হয়ে পড়েছে। প্রতিনিয়ত ভিডিও স্ক্যান্ডাল বৃদ্ধি পাচেছ। রাজনীতির নামে মানুষ হত্যা করা হচেছ..। এতো কিছুর মধ্যে কেমন আছো বাংলাদেশ..!কেমন আছো..!! তুমি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।