সার্থক জনম আমার জন্মেছি এই দেশে,
সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। ।
দেশটাকে কতটুকু দিতে পেরেছি জানি না। তবে শিখেছি/শিখছি অনেক কিছুই। আমার জীবনের এই ছোট্ট পরিসরে অনেক কিছুই দেখলাম।
দেশের রাজনীতি আমার শিক্ষার অন্যতম একটা ক্ষেত্র। জ্ঞান গরিমায় সকলেই পটু না হলেও মানুষ ভালো মন্দের পার্থক্য করতে পারে যদি সে সমাজের সাথে সংশ্লিষ্ট এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয়। কারণ মানুষকে সৃষ্টিকর্তা বিবেক দিয়েছেন, যা তাকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে এবং করেছে সৃষ্টির সেরা। সুতরাং আমাদের চারপাশে নিয়মিত অন্যায়গুলোর বেশিরভাগই আমাদের কাছে স্পষ্ট আর কিছু অস্পষ্ট । কিন্তু স্পষ্ট যে অন্যায়গুলো সেগুলো আমাদের চোখের সম্মুখে দিবালোকের মত স্পষ্ট হলেও আমরা তার নিন্দা করতে ভয় পাই,পাছে আমরাই না কোন ঝামেলাই পড়ে যাই।
চোখের সম্মুখে দেশের শীর্ষ খাতে দুর্নীতি দেখলেও আমরা দুর্নীতিবাজদের আইনের ফাঁকফোঁকর দিয়ে বেরিয়ে যাওয়ার দৃশ্য দেখছি। দিনে দুপুরে মানুষের চোখের সামনে জঘন্য অন্যায় দেখছি, দেখছি অন্যায়কারীদেরকেও। কিন্তু তবুও বলতে পারছিনা ওরা অন্যায়কারী। (অন্যায় দেখিলাম আর সহিলাম...)। স্বাধীনতার কথা জোর গলায় বলতে পারছি,কিন্তু রক্ষার কথা বলতে পারছিনা জোর গলায়।
আমরা কেমন সৃষ্টির সেরা???কেমন স্বাধীন দেশের নাগরিক???..................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।