আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু তুমি কেমন আছো কেমন তোমার মন

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

বন্ধু তুমি কেমন আছো কেমন তোমার মন তোমায় আজি পড়ছে মনে সদা সারাক্ষণ। তোমায় নিয়ে ঘোরাঘুরি সেই সে নদীর ধার তুমি তো নেই আমি একা হয়না বেশি আর। আমি তুমি ছিলাম দু'জন একই বৃন্তের ফুল তুমি দূরে যখন রয়ে গেলে হারাই আমি কূল। পলে পলে মনের মাঝে স্মৃতি করে ভিড় তোমার কথা মনে পড়লে ঝরে আখিঁর নীর। তোমায় ছাড়া একটিবারও কাটতো না মোর দিন আজকে কেবল শুন্য হিয়ায় বাজে শোকের বীণ।

মুক্তঝরা হাসি তোমার মধুমাখা কথা বারে বারে কেন জানি ভেসে উঠে স্মৃতির অজস্র পাতা। বন্ধু বুকে তোমার অসীম সাহস মনটা ছিল সাদা হারিয়ে তোমায় দেখি শুধু আজব গোলক ধাঁধাঁ। হাসি খুশি থেকে সদা কাড়তে সবার মন প্রতিজ্ঞা যে পালন করতে পূরণ করতে পণ। এই দুনিয়ার চাকচিক্যতে ছিলনা তোমার মোহ অন্যায় আর অনাচারে ছিলে কঠিন দ্রোহ। পড়া লেখায় মনোযোগী আর জেহাদী যোশ শক্তি ছিল সুঠোম দেহে ছিলনা রাগ-রোষ।

দ্বীনের প্রচার দ্বীনের প্রসারে চাইতে তুমি খুব জ্ঞানের আলো লুফে নিতে পাঠে দিতে ডুব। বন্ধু বিপদ-আপদ আসত যতই থাকতে তুমি পাশে দূরে যখন রয়ে গেলে অলক্ষীরা হাসে। নবী প্রেমে উজ্জল ছবি তুমি ছিলে তাই তোমার মত খোদাভীরু বন্ধু কোথায় পাই। মাতা-পিতা গুরুজনের ভক্তি ছিল ঢের এমনি ভাবে পড়ছে মনে স্মৃতি অতীতের।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.