আমাদের কথা খুঁজে নিন

   

এ কেমন কথা! এ কেমন আনন্দ! এ কেমন খেলা! শুরু“ হতে যাচ্ছে. . .

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

সুসংবাদ, সুসংবাদ সুসংবাদ. . . চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ. . . এইতো অনেকেই হয়তো লম্ফ-যম্ফ শুরু করে দিয়েছেন। তারপর হয়তো নিজেই নিজেকে থামিয়ে দিয়ে ভাবার চেষ্টা করছেন, ”আচ্ছা, সুসংবাদটা যেনো কি!! আনন্দই বা কেনো!” সুসংবাদটা হচ্ছে একটা সুসংবাদ, চারিদিকে শুধুই আনন্দ... এইযে মকবুল সাহেব, আপনি আবারো লাফালাফি শুরু করে দিয়েছেন। আনন্দটার ব্যাপারে আমাকেতো বলতে দিবেন! এবার দেখি আপনি একা নন, আনন্দ করার জন্য সাথে আপনার স্ত্রীকেও নিয়ে এসেছেন! আপনি একটা আজব চিজ! এরপর হয়তো আপনি আপনার ছেলেমেয়েদেরও নিয়ে আসবেন আনন্দ করার জন্য। যাই হোক, দেখেন এতো আনন্দের কিছুই এখনো ঘটেনি। আর আপনি খেলায় চ্যাম্পিয়নও হন নি! খেলার কথা শুনে এভাবে তাকিয়ে আছেন কেনো? আরে আরে, কোথায় যাচ্ছেন? প্লিজ যাবেন না, অন্তত আপনার স্ত্রীকে নিয়ে যান।

ভাবী সাহেবা আপনি কিছু মনে করবেন না, মকবুল সাহেবের বাম দিকের স্ক্রুতে একটু. . . . ভা ভা ভাবীসাহেবা, আপনি রাগ করবেন না, প্লি. . . মকবুল সাহেব কোথায় যেনো দৌড়ে ছুটে গেলেন এবং খুব দ্রুতই ফিরে আসলেন। এবার সাথে করে নিয়ে এসেছেন ব্যাট আর বল। দেখেন মকবুল সাহেব, আপনাকে আমি কি বলেছি যে আপনাকে ক্রিকেট খেলতে হবে? মকবুল সাহেব বলে উঠলেন ”আইপিএল এ অনেক টাকা!” আমি একটু সিরিয়াস হয়ে বললাম 'দেখেন আইপিএল এর মতো খেলা শুরু করার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। অতো টাকা আমার নাই। আমি বিনে পয়সার খেলা শুরু করতে চাই।

আর সেটা সামহ্যোয়ারইন ব্লগে। আমার এই কথা শুনে মকবুল সাহেব কেমন যেনো চুপসে গেলেন। মুখদিয়ে অস্পষ্ট স্বরে আর একবার বললেন ”আইপিএল!!! চলো বউ. . .” ভাবীসাহেবা, আপনিও কিন্তু আমন্ত্রিত ব্লগের এই খেলায়। এখানে লড়াই হবে মেধা দিয়ে. . . সুতরাং ব্লগাররা তৈরী হয়ে নিন. . . খেলার নিয়ম কানুন তিন দিনের মধ্যে পোষ্ট করা হবে. . . আর এই পোষ্টটি হয়তো আরও কয়েকবার পোষ্ট করা হতে পারে. . . সুতরাং একবার পড়লে ভুলেও আবার হিট করবেন না যেনো, আমার ব্লগে হিট করে নিজে আবার হট হয়ে যাবেন তারপর আমার উপর রাগ ঝাড়বেন, এটা আমি কখনোই চাই না! সবাই ভালো থাকুন . . খেলাটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার রাত ১২:০০ টায় (১৫ মে শুরু হওয়ার সাথে সাথেই. . .)। সকল ব্লগারের অংশগ্রহনে হয়তো খেলাটি সবার জন্য আনন্দদায়ক হয়ে উঠবে. . . তাই, সবার অংশগ্রহণ আশা করছি।

ধন্যবাদ. . .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.