আমাদের কথা খুঁজে নিন

   

কেমন যেন লাগছে আমাদের প্রিয় ব্লগটাকে .... পোষ্ট রেটিং বিহীন দেখতে আপনার কেমন লাগছে ???

নিক চ্যানেল এ নিন্জা দেখতে দেখতে নিন্জা ভক্ত হয়েছি। নিন্জারা ব্লগিং শুরু করেছে। অনেক মজা হবে !!!

গতকালের নতুন সিস্টেমের সাথে সামহোয়ারকে দেখতে কেমন যেন লাগছে আমার কাছে। +/- বাটন টাই মনে হয় ভালো ছিল। এখন আবার লাইক দিতে হবে ফেইসবুকে তে লগিন করে !!! ভাই , আপনারা একটা নিরীক্ষামূলক পোষ্ট দিয়ে মতামত নিতে পারতেন।

যাগকে, আপনাদের কাজ আপনারা করেছেন, আমার মতামত হল আগের মতই রেটিং সুবিধা থাকুক....... যারা ব্লগিং করে তারা নিশ্চয় সবাই ম্যাচিউরড ..... তাই কেউ মাইনাস রেটিং পেলে মন খারাপ করে ব্লগিং ছেড়ে দেবে এটা আমার মনে হয়না। আর ভাল লিখলে তার রেটিং তো + ই বেশি হয়। এতে তার লেখার মান নিয়ে অন্যদের তৃপ্তির কথা জানতে পারে। আমার দেখা মতে যত ভাল পোষ্ট এসেছে সবাই তাদের যোগ্যতা অনুযায়ী-ই রেটিং পেয়েছে। আর ক্যাচাল করতে চাইলে তারা তো আর রেটিং এর দিকে খেয়াল রাখেনা।

তারা ক্যাচাল করার জন্যই বিভিন্ন পোষ্ট দেয়। আগের মতই রেটিং সিস্টেম চালু রাখার অনুরোধ জানাই। যদি আপনাদের ভাল মনে হয় ,তাহলে ভেবে দেখার সবিনয় অনুরোধ রইল। ধন্যবাদ ...আপনাদের পরিশ্রম সার্থক হোক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.