"মাসুদ পারভেজ মিঠু" দ্যা "পেক পেক পেক" বয়!!!
গতকাল দিয়েছিলাম কেমন যাবে বাংলাদেশী হার্টথ্রুব নায়কদের ২০১২ সাল!!!
আজ থাকছে বাংলাদেশের হার্টথ্রুব নায়িকাদের ইন্টারভিউ!!
নায়িকাদের মতো বরাবরের মতো ফাল পারছিলেন চিনা পরিচিতরাই। এই বছরে মন্ডালয় ছবির সংখ্যা ডজন পার করে ফেলেছেন আমাদের অপু আপু, মোটত্বের কারনে শাবনূর, পূর্ণিমা এবং মোসূমী বেশী অভিনয় করতে পারেন নাই বিধায় উনাদের তেমন দেখা যায় নাই। ফাল পারার মাঝে আরো ছিলেন সাহারা চাচ্চি, পপি আন্টি, রেসি খালাম্মা এবং বর্ষা আপু। তবে অদেখার মাঝে ছিলেন হার্ড হিটার ময়ূরী এবং মুনমুন!!!!!!
আসুন, তাদের মুখেই শুনি তাদের গত বছর কেমন ছিল এবং আগামী বছর কেমন যাবে।
ইস্টিং ডিস্টিং স্টার্ট
অপু বিশ্বাস
নতুন বছরের প্ল্যান নিয়ে আর কি বলব।
সারাটা বছরই বিজি থাকতে হয়। আসলে মেকাপ, গেটাপ, স্টাইল, ফ্যাশন নিয়ে এতোই বিজি থাকি যে ভালোভাবে অভিনয় টুকু করার সময় পাই না। এইজন্যই দেখবেন মাঝে মাঝে আমার ডায়লগকে কেউ অবাস্তব বলে। আসলেই কিন্তু ঠিকই বলে। আমি চাই ২০১২ সালটাকে নতুন করে সাজাতে।
এই বছর মেকাপের স্তরটা একটু কম থাকবে। আশা করি ৫ স্তরেই কাজ হবে। আর ওজন ৭ থেকে ৮ কেজি বাড়াতে হবে। কারন নায়কেরা বলছে আমি নাকি অনেক পাতলা! তাদের কথা আমার আত্মসম্মানে টোকা মেরেছে। আর ছবির সংখ্যা আশা করি ডজনের ভিতরেই থাকবে।
কি করব বলুন এখন প্রযোজকেরা আর কাউকে চোখেই দেখেন না আমাকে ছাড়া। তাদেরকে তো আর মানা করা যায় না। তবে এইবার আমি বাস্তব সম্মত ছবি করব ইনশাল্লাহ। গরীবের মেয়ে হয়ে দামী পোশাক পড়ে নাচাগানা করব না। বরাবরের মতো এইবারেও আমার নায়ক শাকিব খান থাকবেন।
আসলে উনার সাথে আমার মেনটালিটি অনেক যায় তো। আশীর্বাদ করবেন এইবার যাতে একটা অষ্কার নিয়া আসতে পারি।
শাবনুর
২০১২ সাল এসে পড়েছে? আমার তো মনেই নেই। আসলে বিগত কয়েক বছর ধরে খাওয়ার উপরে আছি তো তাই বছর কখন যায় কখন আসে বুঝি না। বিগত বছরে আমি কিছু বাচ্চা বাবুর চরিত্রে অভিনয় করছি।
এবার চাচ্ছি এক্সট্রিম কিছু করতে। দেখি। এইবার কিন্ডারগার্টেন এর বাচ্চার চরিত্রে অভিনয় করতে পারি কি না। আসলে আমি বাচ্চা অনেক ভালোবাসি তাই এইসব চরিত্রে অভিনয় করতে সাচ্ছন্দ বোধ করি। এইবার ইনশল্লাহ আমাকে কিছু প্রেমের ছবিতেও দেখতে পারবেন।
দেখার সময় কাইন্ডলি লক্ষ্য করবেন যে আমি কিন্তু এখন নাচের সময় বেশী দৌড়াই না। আমার মনে হয় আমি দৌড়াইলে ধরিত্রি কাঁপে। তাই চাচ্ছি ওজন কমিয়ে একেবারে অর্ধেক করে ৪৫ এর কাছাকাছি নিয়ে আসতে! তখন নাচতে সুবিধা হবে। সবশেষে বলতে চাই ২০১২ সালটা আমার জন্য সপ্নের একটা বছর হিসেবে ইতিহাসের পাতায় ব্রোঞ্জ অক্ষরে লিখা থাকবে।
মৌসুমী
আমি এখনো নায়িকা আছি নাকি? আমাকে তো এখন কেউ কেউ নায়িকার মা ভাবছে।
এখন আগের কথা মনে হলে কান্না পায়। কত সুন্দর দিন না ছিল। কত দৌড় ঝাপ করতাম। আর এখন বিশ্বাস নামের একজন এসে তো আমাদের ভাতই মেরে দিল। আগে ছিল নায়িকার বান্ধবী আর এখন এমন নায়িকাই হলো যে প্রযোজকেরা আমাদের যেন আর দেখেনই না।
২০১২ সাল নিয়ে আমার তেমন ভাবনা নেই। একটা দোকান দিলাম। এইটা নিয়েই বেশীর ভাগ সময় থাকতে চাই। আর সানিকে ওজন কমাতে সাহায্য করব। ও একটু বেশীই মোটা হয়ে যাচ্ছে।
পূর্ণিমা
আসলে বিয়ের পর এমন বিজি হয়ে যাচ্ছি যে নতুন সাল কখন যে এসে পড়েছে জানি ই না। ছবি নিয়ে আমি এমন চিন্তা ভাবনা করি না। কারন এখন আমাকে তেমন সুযোগ দেয়া হচ্ছে না। দিলেও নবাগত নায়কদের সাথে। অবস্থা যদি এইরকম হয় তাহলে কিভাবে প্ল্যান করি বলেন।
সব ছবি যদি একজন নায়িকা ই কেড়ে নেয় তাহলে আমরা যারা ওর সিনিওর ছিলাম আমাদের কি হবে? ২০১১ সালের শেষে জাতির বিবেকের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম।
পপি
আসলে বিগত তিন বছর ধরে আমার সময়টা অনেক ভালো যাচ্ছে। অনেক ভালো ভালো ছবি উপহার দিতে পেরেছি। জাতীয় পুরষ্কার পেয়েছি বলে বলছি না আমি সবসময় চাই অনেক ভালো অভিনয় করতে। আশা করছি এই বছরেও তাই করব।
তবে এই বছরে শরীরের দিকে একটু স্পেশাল কেয়ার দিতে হবে। অনেক শুকিয়ে যাচ্ছি। ভালো থাকবেন।
সাহারা
গত বছর আমার অচাম গেছে। আশা করি আগামী বছরটাও গেলে বছরের মতো যাবে।
অপুর অনুপস্থিতে মাঝে মাঝে শাকিব খানের সাথে সুযোগ পেয়ে আমি তার ভাল ব্যবহার করেছি বলে বছরটা অনেক ভালো ছিল। ২০১২ সালে মনে হয় ডিপজল স্যারের (!) সাথে কয়েকটা ছবিতে অভিনয় করা হতে পারে। নেক্সট ইয়ারের জন্য আমার পার্সোনাল ভাবনা হচ্ছে, নিজের ভিতরে একটা আমুল পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনটা হবে আপনাদের জন্য একতা চমক!! সো, ওয়েট এন্ড সি।
রেসি
আসলে আমার অভিনয় জীবনে ২০১১ সালটা একটা টার্ন পয়েন্ট বলতে পারেন।
ডিপজল আংকেলের সাথে এতগুলা ছবিতে অভিনয় করবো ভাবি নাই। অভিনয় করতে করতে তো আমি হট স্যরি হিট হয়ে গেছি। আশা করি ২০১২ সালটাও এইভাবে যাবে। আমি বারাবরই চাই গতানুগতিক ধারার বাহিরে গিয়ে ছবি করতে!! যেমন “রিকশাওয়ালার প্রেম” কখনো ভেবেছেন রিকশাওয়ালার সাথে একটা বড়লোকের মেয়ের প্রেম হতে পারে? আগামীতে ইনশাল্লাহ “ফকিরের প্রেম” ছবিতে অভিনয় করবো আশা করি। দোয়া করবেন যাতে অনেক অনেক অনেক নতুন ধারার ছবি উপহার দিতে পারি আপনাদের।
ময়ুরী
আপনি কে? সাংবাদিক? ছবি তুলতে আসছেন? দাঁড়ান, কাপড় পরে আসি! মানে ভালো কাপড় পরে আসি। ( আসার উদ্দেশ্য বলার পর) ওওও। ছবি তুলতে আসেন নাই? প্ল্যান জানতে এসেছেন? আমাদের আবার প্ল্যান কি। যেভাবে আছি, এইভাবে চলছে। যতই ছবি ভালো করি ফ্যামিলি নিয়া কেউ দেখতে আসে না।
তাই, ভাগ্যের উপর ছেড়ে দিছি। এখা যাক কি হয়।
মুনমুন
এক কথায় বলতে চাই, ২০১২ সালে আমি অনেক অনেক ভালো ভালো সামাজিক ছবি উপহার দিব।
বর্ষা
হলিউডি টাইপ ছবিতে ভরপুর থাকবে আমার ২০১২ সাল। আর পরিবারের সদস্য সংখ্যা বাড়ানোর ইচ্ছা আপাতত নাই!
এই ছিল আমাদের দেশের কয়েকজন নায়িকাদের ২০১২ সালের জন্য ভাবনা।
অলস মস্তিষ্ক থেকে উৎপন্ন কিছু ভাবনা থেকেই এটা তৈরী। এইটা জাষ্ট একটা ফান পোষ্ট। কেউ কিছু মনে করলে নিজ দায়িত্বে মনে করবেন প্লীজ।
সবাই ভালো থাকবেন।
পেক পেক পেক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।