আমাদের কথা খুঁজে নিন

   

যে অনুভূতি অভিন্ন

বিষন্ন শহর গলে উঁকি দেয় নিয়ন আলো বিবর্ন অথচ নির্ভরতা নিয়ে ঘন্টা চুক্তিতে যারা স্বপ্ন বিলানোর অপেক্ষায় কিছু টাকার অঙ্কে ওরাও হিসেবী সুখ কিনে সামাজিক নগ্নতার মোড়কে, বেঁচে থাকার দুর্বোধ্য প্রশ্রয়ে হা জীবন; কত বিচিত্রভাবেই না সাজিয়েছো তোমায়! ব্যস্ততার পসরা সাজিয়ে রাজপথ দাপিয়েছে যে যুবক সেও নিজেকে সমর্পিত করেছে ক্লান্তির কাছে তপ্ত রোদেও যে মাতাল বেঘোরে ঘুমায় রজনীর যৌবনকালে সেই রাজপথের অধিপতি এপাশে জানালার গ্রিলে জড়ায় না পাওয়ার গল্প নিকোটিনের ধোয়ায় উড়ে কিছু বিলাসী দুঃখ, পরিণতির অপেক্ষায়! রোজ রাতে রাস্তায় অপেক্ষারত হন্তদন্ত প্রেমিক ও আজও বিশ্বাস করে না, প্রেয়সী ফিরবে না আর! অর্থহীন অপেক্ষায় লিখে যাচ্ছে একাকীত্বের সংজ্ঞা। রাতের নিস্তব্ধতা চিরে দেয় যে খেয়ালি প্যাচা তারও কি ছিল দুঃখবোধ, খানিক শুন্যতা? ভেসে যাওয়া লিলুয়া বাতাস; ভীষন একা ল্যামপোষ্ট, ওরাও বলে যাচ্ছে জীবনের চিরায়ত গল্পটাই দিনশেষে আমরা একা, খুব একা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।