বিধবা হলুদ রোদ পরে থাকে উঠোনে, অবহেলায় বিকেলগুলো এখন অনেক বেশি ব্যস্ত অট্টালিকার ভীড়ে এখানে সূর্য ডোবার বহু আগেই সন্ধ্যা নামে আকাশটা আর আগের মত নীল দেখা্য না সবুজটাও অনেক বেশি ফেকাশে রাত মানেই আর অন্ধকার না ভোর আসে রাজ্জ্যের ক্লান্তি নিয়ে নিশ্বাসে বুক ভরে না আহত কবির পাখি হওয়ার স্বাদ নিতে ভূলে গ্যাছে মন ভালোবাসা রাজপথের বেওয়ারিশ উলঙ্গ লাশ অনেক পথ আর তার মাঝে দ্বীধান্বিত মানবতা জীবনের হিসেবটা ক্রমশই দানবীয় মনের ঘর জুড়ে যারজ স্মৃতিদের হাহাকার মৃত্যুর প্রতি আদিম ভয়ই বেচে থাকার এক মাত্র প্রেরণা এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।