আমাদের কথা খুঁজে নিন

   

বেদনার রং

মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! বেদনার রং ---------------- আমি খুঁজে যাই তোমায়, গ্রীষ্মে অথবা শীতে হেমন্তে কিংবা বসন্তে বর্ষা কিংবা কোন এক শরতে, আমি খুঁজে যাই তোমায়, কারণ আমি দেখতে চাই, না - হয়তো তোমায় না, আমি দেখতে চাই বেদনার রং, আমার মনের ক্যানভাস - বেদনার রং দিয়ে রাঙ্গানো, কিন্তু আমি জানি না যে বেদনার রং কি, তাই আমি খুঁজে যাই তোমায়, দেখতে চাই বেদনার রং, হোক না সে বিষাদ কালো, কিংবা ফ্যাকাশে নীল, অথবা বর্ননাতিত কোন রং, তবুও আমি দেখতে চাই সেই রং, তাই আমি খুঁজে যাই তোমায়, দেখতে চাই বেদনার রং।। _____________________________________________ বিশেষ কৃতজ্ঞতাঃ ব্লগার তানিয়া হাসান খান আপুকে। _____________________________________________ পূর্বে প্রকাশিত আরও কিছু কবিতাঃ ------------------------------------ ০১. শিরোনামহীন ০২. Before in Love

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।