আমি মানুষ, শুধু নারী নই,এই বোধ জাগাতে চাই সব নারীর ভেতরে।
ভরা পূর্ণিমার রাত ছিল কাল
আর অনেক তারার রাত
এমন স্পষ্ট আলোর রাতে
আমি এক রমণীকে
নদীর পাড়ে বসে
দীর্ঘশ্বাস ফেলতে দেখলাম।
একটা লক্ষীপ্যাঁচা পাখা ঝাপটিয়ে
সঙ্গিনী খোঁজে
ভাবে মিতালি করা যাবে কিনা
সেই দু:খী রমণীর সাথে।
"আমায় সঙ্গী করে নাও
আমি তোমার দীর্ঘশ্বাস ফিরিয়ে দেবো
কঠিন পাহাড়ের ওপারে"
রমণী হাসে, বলে-
"তুমি কি জানো ভালবাসার রং
হয় গোলাপি নরম
জীবনের রং নিকানো সবুজ,
বেদনার রং নীল?
তোমার চারিদিকে শুধুই আঁধার
রঙের এ খেলা তোমার নয়-
আমি গোপন কুঠুরি খুলে
রঙের খেলা দেখি
গোলাপি, সবুজ আর নীল
যা আমার চিরকালের সঙ্গী"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।