বেদনার নীল রং এ সাজালে আমার জীবন বুঝতে পারলাম না তুমি এতোটাই স্বর্থপর হবে। সময়ের এই গতীময় পথে তুমি এভাবে প্রতিরোধ গড়ে তুলবে জানা ছিল না ? কুয়াশার চাদরে প্রকৃতিকে যেমন জড়িয়েছে পৌষ তেমনি বেদনার মায়ে জ্বালে জড়ালে তুমি আমাকে নিজেকে তোমার মাঝে এতোটাই জড়িয়ে ছিলাম যেখান থেকে নিজেকে ফেরানো অনেক কষ্টের তবুও মানতে হবে বাস্তবতা। নিয়তির কাছে আমরা সবায় অদৃশ্য তাই তো স্বপ্নকে বাস্তবে রুপ দিতে এতোটা কষ্টের মনের সাথে অনেক সংগ্রাম করেছি কোন উত্তর পাইনি তোমার মতো বার বার হেরে গেছি। আজ তুমি মুক্ত আমার কোন দায় ভার তোমাকে আর বহন করতে হবেনা তোমার ভূবনে তোমার মতো করেই থাকতে পারবে। আর কখনো তোমার সাথে এতোটা ঘনিষ্ট হতে পারব না জীবন তো একটাই অনেক আশার জন্ম হয় আবার অনেক আশা কুড়িতেই ঝড়ে যায় বাস্তবতা তো উপেক্ষা করার নয়। আবেগী মন সারাক্ষন স্বপ্নকে ধরতে চাই স্বপ্নকি কখনো ধরা দেয় বাস্তবের কাছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।