কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
মাঝে মাঝে অতীতের কয়েকটা দিন
বৃষ্টির ফোটার মতো জানালা গলিয়ে
ভেতরে এসে পড়ে।
স্মৃতির সাথে ভাব জমিয়ে পুরোনো দিনের
বিমুগ্ধ সময়ে অনিবার্য ভ্রমণে বেরুই
ইচ্ছে করে। স্বেচ্ছায়।
আর বিনম্র বিস্ময়ে চেয়ে থাকি
বিস্তৃত ক্যানভাসে আঁকা এক একটা
নস্টালজিক তৈলচিত্রের চারুকলা।
আহা, কী আশ্চর্য মোহে আতীব্র তৃষ্ণায়
নেশাড়–র মতো আবেগী প্রেমের অমৃত-গরল
পান করে কাঙাল হৃদয়, দেশ-কাল ভুলে।
ফিরে আসি ফিরে যাই...
বুকের কলস থেকে উপচে পড়ে
অন্তহীন বেদনার জল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।