আমাদের কথা খুঁজে নিন

   

বেদনার দিন

হঠাৎ শুন্যতা ...................

যাও তুমি অতীত ভুলে সবুজ স্মৃতী গুলো অবহেলে, রেখে যাও বেদনার দিন আমার তরে ... সাথী করে। ভেবনা তুমি আমায় নিয়ে আছি যেমন হয়তো থাকবো তেমন হয়ে, বাগানে ফুল ফোটার দিনে হয়তো পড়বে তোমায় মনে। ভাববো না তোমায় আমি কোন অবসরে, তবু জানালায় ভোরের পাখি যদি ওঠে গেয়ে হয়তো তখন পড়বে তোমায় মনে। কোন এক অজাচিত রাতে জ্যোৎস্না যদি আমার উঠোনে এসে পড়ে, আমার দীর্ঘশ্বাস হয়তো পড়বে তোমার মনে। জানি ভালো থাকবে তুমি দূরে যেমন থাকবো আমি... অতীত স্মৃতী অবহেলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।