আমাদের কথা খুঁজে নিন

   

কালজয়ী ডায়লগ অফ রজত ইন “Pyaar Ka Punchnama”

বেচে ছিলাম জন্মাবার সবপ্ন নিয়ে চৌধুরীঃ এই তোর নেহার সাথে কে হয়েছে রে...?? রজতঃ কেনো...?? চৌধুরীঃ সকালে ও এসেছিলো। রজতঃ কি বললো? চৌধুরীঃ এই তুই নাকি কথা বলছিস না ওর সাথে এন্ড অল দ্যাট। প্রবলেম কি? রজতঃ প্রবলেম? প্রবলেম হলো ও একটা মেয়ে। আর কি প্রবলেম? প্রবলেম হলো আমি চাইনা আমার জীবণে কোনো প্রবলেম থাকুক। আমার জীবণে কোনো প্রবলেম না থাকলে এটাই ওর জ়ীবণের সবথেকে বড় প্রবলেম।

And bullshit she’s worried, Yaaar?? ওরতো সেলিব্রেট করা উচিত because isn’t this exactly what she wants? Seriously Yaar, আজকাল ও মুখ খুললে মনেহয় ওর মুখেই কিছু ভরে দিই। Trust me, yaar ৬ মাসেই I’ve had it all. সব দেখে নিয়েছি আমি। আরে কিসের প্রেম...কেমন রিলেশন...কোথাকার খুশি...??? রিলেশনশিপের মানেই হলো An end to your own happiness. এরপর All you got to worry about ওর খুশি, ওর বার্থডে, ওর কুত্তার বার্থডে, ওর নিউ ইয়ার যা এক সময় তোরও ছিলো। । মেয়েদের না কেউ সুখি রাখতে পারে না।

A happy woman is a myth. এই ব্যাটম্যানেরটাকেই তুই দেখ না। যতদিন ব্যাটম্যান হয়নি বলতো, তুমিতো কিছুই করো না, কাপুরুষ, আমি তোমার সাথে কিভাবে থাকবো? আর যেই ব্যাটম্যান হয়ে গেলো তখন বললো, তুমিতো ব্যাটম্যান হয়ে গেছো। আমিতো একটা নরমাল মানুষ চেয়েছিলাম। আমি তোমার সাথে কিভাবে থাকবো? সব ঐ শালার কাহিনীর দোষ। Bloody bollywood romantic mashala. এক ছেলে, এক মেয়ের প্রেম হলো, দুজনে এক হলো তো কাহিনী খতম।

এর পরের স্টোরী কেউ বলে না। আমি বলছি তারপরের কাহিনী। এরপর ছেলেটা মেয়েটাকে দুই দিন হাগ না করলেই প্রবলেম। করলেও, “এতোটা ভালো লাগে না। “ শালি...শপিং শেষ হয়না এদের।

প্রথমে কুশন আসলো, তারপর কার্টেন। কুশনের সাথে কার্টেন ম্যাচ না করলে আবার কুশন। তারপর যা কিনতে যাবে তাতো কিনবেই না। দুই সপ্তাহ ঘ্যান ঘ্যান করবে টেবিল লাগবে...টেবিল লাগবে। ৫ ঘন্টা মার্কেটে থেকে স্যান্ডেল কিনে আনবে।

আর আবার দুই সপ্তাহ ঘ্যান ঘ্যান করবে টেবিল লাগবে...টেবিল লাগবে। অফিসে কাজ করছি। ফোন এসে যাবে... ফোন তুলতেই বলে দেই, কথা বলতে পারছি না। এ কথা বোঝা কি খুব কঠিন? “দুই মিনিট বললে কি হবে?” আরে দুই মিনিট করলে তোর কি মিলে যাবে, মেরে আম্মা? ঠিক ভাবেতো করতেও পারবো না। আর এরপর I love you না বলে ফোন রাখলেই নাটক।

আর সবথেকে খারাপ জিনিস হলো এই মোবাইল। মারাত্মক ক্ষতিকর ইনভেনশন হলো এই শালা। ফাস এটা ফাস। ওদের এড দেখনা... এক পয়সা পার সেকেন্ড। আরো ফোন করো...আরো ফোন করো।

আবে কলরেট কমে যাওয়াতে কি কথা বেড়ে যায়? তারপর এই প্রশ্নের জবাব ওনাকেও দেও... “কথা বলার নেই কেনো তোমার? U ve lost interest in me. হু হুই যদি করবে, তো আমি ফোন দিলাম কেনো?” আরে মেরি মা, তুই কেনো ফোন দিয়েছিস তা আমি কি করে জানবো? ভারতী মিত্তালকেই যেয়ে জিগা না। তুই শোন ঐ এডের ওটা কুত্তা না বুঝলি...কুত্তি। সিরিয়াসলি। । বাজি ধরতে পারি।

Wherever u go, we follow. তোর কি মনেহয় Columbus জানতো না যে ও ইন্ডিয়া যাচ্ছেনা? ও ভুল করে আমেরিকা পৌছে গেলো? না...ওর জানা ছিলো। ও বেচারা তো কোথাও দূরে যেতে চাচ্ছিলো। বৌয়ের চক্করে পড়ে বলতে বাধ্য হয় ইন্ডিয়া যাচ্ছি। নাহলে ১০ কোশ্চেন করতো। কোথায় যাচ্ছো...কেনো যাচ্ছো...?? আচ্ছা...তোমার জানাই নেই কোথায় যাচ্ছো? সোজা সোজা বলে দেও আমার কাছ থেকে দূরে কোথাও যেতে চাও।

আজ পর্যন্ত পুরো দুনিয়া অকারনে তামাশা করে। অফিসে কাজ করছি। sms আসলো I love you. ঠিক আছে রিপ্লাই করলাম Love you too. এরপর sms এরপর sms শুরু। আরে কাজ কি হয় আজকাল অফিসে? ২টা মেসেজের রিপ্লাই না দে। তুরান্ত ফোন আসবে।

ফোন তুলিস না ১০ মিনিটে sms আসবে I don’t think it’s working anymore. And this is when they’re not even down. এখন বুঝতে পারি পুরুষের এতো হার্ট এটাক কেনো হয় আর গে হয়ে এতো সাকসেসফুল কেনো হয়। Bcoz they don’t ve a woman to screw their happiness. লোকে বলে, Behind every successful man there is a woman.ঠিক... কিন্তু কোনো শালাই এটা বলেনা যে Behind every unsuccessful man also there is a woman. আর এটাতো সবাই জানে যে successful লোকের থেকে unsuccessful লোকের সংখ্যা অনেক বেশি এই দুনিয়ায়। অফিসে কাজের চাপ। বলছি লেট হবে ফিরতে। আরে শালা খাবার না খেয়েই শুয়ে পড়বে।

কি করবো...??? চাকরী ছেড়ে দেবো?? এরপর শালা বাড়ি যাও, ওকে বোঝাও, ওকে খাওয়াও...নিজের ক্ষুধাতো এমনিতেই শেষ। এসবের পর যদি এক কোনে গিয়ে চুপচাপ বসে থাকে তো ধীরে ধীরে যাবে...”কি ভাবছো?...কি ভাবছো? কি ভাবছো?...আরে কিছুই ভাবছি না। ভাবছি তোর মুখ কিভাবে বন্ধ করবো। কি ভাবছি...ব্রেনে ক্যামেরা লাগিয়ে দেবো?? আজব... এসবের পরেও’We never talk..we need to talk…I don’t think it’s working anymore.” তোকে বলে রাখছি u can never discuss anything with a woman because they call it a discussion but any discussion with a woman is an argument. আর argument এ তুই ওদের সাথে জিততেই পারবি না। কারন পুরুষদের একটা বেসিক নিড আছে to make sense in an argument. সেন্সের মতো ফালতু জিনিসের জন্য ওরা argumentএ হেরে যাবে??? একতো আজকের ব্যাপারে argument তো আজ হবে না।

আজকের ব্যাপারে ঝগড়া হবে দুই মাস পর। আরে শালা মনেই থাকে না দুই মাস আগে কি হয়েছিলো। মেয়েরা ব্যাপারটা বাচিয়ে রাখে। । এটা ছোটো অস্ত্র না বড় আস্ত্র।

একে বড় যুদ্ধে ইউজ করবো। তুই কখনো নিজেকে সঠিক প্রমানের চেষ্টা করেই দেখ না। তোর মনে হতে পারে এই পয়েন্টে তুই নিজেকে সঠিক প্রমান করতে পারবি। তখনি আওয়াজ আসবে আঙ্গুল নিচে করো। তুই হয়তো খেয়াল না করেই তোর একটা নির্দোষ আঙ্গুল ওর দিকে পয়েন্ট করে রেখেছিস।

and suddenly whole argument will flush down the gutter এবং মূল পয়েন্ট দাঁড়াবে “ how dare you point a finger at me!!” argument এ তোকে জুতা পেটা করলেও কোনো ব্যাপার না আর আঙ্গুল পয়েন্ট কর। সব যুক্তি শেষ। ও নির্দোষ...আর তুই ভুল। বিয়ের আগে ঐ নাগীন বীন (শানাই) কেনো বাজায় জানিস? কারন ব্যান্ডওয়ালারাও তোকে সং্কেত দেয়, কে আসছে তোর জীবণে। তার signature tune হলো এটা।

। । ও তোর কাছে কিজন্য এসেছিলো? একই কাজ আমি করি তো? ওর কোনো ফ্রেন্ডকে ফোন দিয়ে নিজের প্রবলেম শেয়ার করিতো? বলবে, হুমম...তুমি ওর sympathy gain করতে চাও? Why don’t you go and sleep with her? It’s ridiculous, yaar……. B- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.