আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা । যেটা আমার কাছে ভুল মনে হয় , তার তাত্ক্ষণিক যুক্তিসম্মত প্রতিবাদ করতে আমার ব (সিটি কর্পোরেশন এর নির্বাচন এ ভোটারদের আগ্রহ উতসাহ উত্তেজনা দেখে একটা সাময়িক পোস্ট, এটা কোন গল্প না, একধরণের আত্মজিজ্ঞাসামূলক পোস্ট )
জাতীয় নির্বাচন সামনে। এখন অনুষ্ঠিত হচ্ছে চার সিটি কর্পোরেশন এর নির্বাচন।
পত্রিকায় সেই আগের মতই সবকিছু, ভোটারদের অতিরিক্ত উতসাহ, ভোট বেচাকেনার সেই পুরানো অভিযোগ, ব্যালট বাক্স ছিনতাই এর অভিযোগ, এজেন্ট দের ঘোড়াঘুরি, আবার নির্বাচন কালীন পরিবেশ এ সন্তোষ প্রকাশ, পারস্পরিক অভিযোগের তীর ছোড়াছুড়ি, জিতলে খুশি, না জিতলে আন্দোলনে যাওয়ার হুমকি ইত্যাদি।
কোন কিছু ই বিস্ময়কর নয়। কোন কিছুই নতুন নয়। তবে যেটা বুঝতে পারি না, ভোটার বার বার ভোট দিয়েও আশানুরূপ কিছু পান না। ভোট দেয়ার পরবর্তী ৫ বছরে তাদের অনেক অভিযোগ থাকে।
তাহলে তারা ভোট দিতে এত উতসাহ নিয়ে যান কেন ? আর যান ই যদি, তাহলে এর পরের বছর গুলাতে আফসোস ই বা করেন কেন ?
মনোনয়ন কে পাবে, তাও তো আগে থেকেই বুঝা যায় বেশির ভাগ ক্ষেত্রে। হয় সন্তান না হলে অন্য আত্মীয়রা সাধারণত মনোনয়ন পেয়ে থাকেন, আর না হলে ব্যবসায়ী। গণতন্ত্রের রূপ যা বাংলাদেশে চলছে, তা বুঝার সাধ্য আমার নাই। ভোটার দের উতসাহ বোঝার ক্ষমতা আরো নাই।
সেই কথাটা বার বার মনে হচ্ছে, "যে দেশের জনতা যেমন, তাদের নেতৃত্ব দেয়ার নেতা ও হবে সেরকম।
" আসলেই তাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।