আই ডি কার্ডবা ভোটার লিস্ট করার চেয়ে সরকারের উচিৎ হবে ভোটার ডাটাবেজ তৈরী করা ।
ভোটার ডাটাবেজের সুবিধা কি ?
1/ প্রিন্টেড লিস্টের চেয়ে এটা তৈরী করা সহজ ।
2/ সংরক্ষন করা সহজ ।
3/ ভোটার নিজে বা নির্বাচনী কর্মকর্তা ও নির্বাচন পর্যবেক্ষক দের চেক করা সহজ ।
4/ আঙ্গুলের ছাপ, দৃশমান চিহ্ন ও ছবি ইত্যাদি পরিচয় নির্দিষ্ট কারী বিষয় গুলো সংযোজন করা এবং তা চেক করা সহজ হবে ।
5/ ভোটার ডাটাবেজে প্রদত্ত নম্বর যে কোন গুরুত্ব পূর্ণযেমন পাসপোর্ট, জমি ও আন্যান্য রেজিস্ট্রেশান, চাকরীর আবেদন করতে, ব্যাংক একাউন্ট, ভিজিএফ / রিলিফ কার্ড, বিয়ের কাবিন নামা ইত্যাদি ক্ষেত্রে ব্যাবহার বাধ্যতামূলক করতে হবে ।
6/ ডাটাবেজ থেকে একই পেজে ছোট ছোট করে অনেক ভোটারের তথ্য প্রিন্ট করে তা আই ডি কার্ড হিসেবে ব্যাবহার করা যাবে ।
ভোটার ডাটাবেজের আরও বিবিধ অনেক সুবিধা রয়েছে ।
আপনাদের জানা গুলো বললে আমরা জানতে পারবো ।
এর আগের লেখটি coyb
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।