আমাদের কথা খুঁজে নিন

   

ভোটার হলাম

টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।

এটা কোন গুরুত্বপূর্ণ পোস্ট নয় তাই ব্যস্ত থাকলে পড়ার দরকার নাইঃ দেশের নাগরিক হিসাবে ভোটার হওয়া, ভোট দেওয়া আমাদের সবার দায়িত্ব। তাই গত নির্বাচনের সময়(২০০১) বয়স ভোটার হবার মতো বয়স ছিলো না তাই বাবা ভোটার হতে দেননি। এইবার যদিও ঢাকাতেই ভোটার হলাম সংগে জাতীয় পরিচয়পত্রও পাবো। আজকে সেই জন্য ছবিও তুলে আসলাম।

ঢাকা মেডিকেলে আমার ছবি তোলার সেন্টার ছিলো। বেশ মজা লাগলো। তবে ডান আর বাম হাতের বৃদ্ধাঙ্গুলী ও তর্জনীর ছাপ দিতে গিয়ে বাধলো গন্ডগোল কিন্তুতে ছাপ রিডার কাজ করছে না বা ছাপ নিতে পারছিলো না। অবশেষে ডানহাতের বৃদ্ধাঙ্গুলী ও তর্জনী আর বাম হাতের শুধু বৃদ্ধাঙ্গুলীর ছাপ নিয়ে ছেড়ে দিলো। যারা কাজ করছে তাদেরকে ফাঁকি দিতে দেখলাম না।

অবশ্য কাজ খুব বেশি কঠিন না। বসে বসে বাংলা লেখা, ছবি তোলা আর হাতের আঙ্গুলের ছাপ নেওয়া...। ওয়েব ক্যাম দিয়ে যে ছবি তুলছে তা দিয়ে স্বামী তার বউকে বা বউ তার স্বামীকে চিন্তে পারবে কিনা সন্দেহ...মানে ছবির মান ভালো হচ্ছে না মনে হলো। সামরিক বাহিনীর যারা দায়িত্বে আছেন খারাপ ব্যবহার করতে দেখিনি...। এইতো আর তেমন কিছু না।

----------------------------------------------------- ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.