আমাদের কথা খুঁজে নিন

   

তরুন ভোটার



প্রায় সপ্তাহধিককাল শারীরিক কারণে গৃহবন্দি সময় কাটানোর অবসরে টেলিভিশনে নির্বাচনী অনষ্ঠানাদি দেখলাম। এবারের নির্বাচণ নিয়ে নানা দল, জোট এবং এ নিয়ে তৎপর সরকার থেকে শুরু করে নানান প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গও তরুণ ভোটার ইস্যুটিকে নাড়াচাড়া করছেন। ব্লগে হয়ত এ নিয়ে কথাবার্তা হয়েছে। কিন্তু চ্যানেলগুলোর তরুণ ভোটার ইস্যুটিকে অনেকটাই লেখক, ব্লগার সুমন রহমান লিখিত 'দুই রকম তারুণ্য'র মারপ‌্যাচে যাদের নিয়ে কথা হচ্ছ তাদের বক্তব্যকে অনুপস্থিত রেখেই সব কিছু হচ্ছে। যাও বা কয়েকটা অনুষ্ঠানে তাদের উপস্থিত হবার সুযোগ ছিল সেখানে তাদের মতামতের চাইতে তাদেরকে দিকনির্দেশনা দিতেই অনুষ্ঠানগুলো করা হয়েছে বলে মনে হয়েছে। একটি অনুষ্ঠানে লেখক, ব্লগার ফারুক ওয়াসিফকে তরুনদের প্রতিনিধি হিসিবে উপস্থিত হতে দেখলাম। যদিও তিনি সেই "দুই রকম তারুণ্যের" কোন রকম তা নিয়ে তর্ক নাকরে তার একটি কথা দিয়েই তরুন ভোটারদের এই পরিস্থিতি অনুধাবন করা যেতে পারে, তা হলো "মুরুব্বিয়ানার ভুত"। এই মুরুব্বিয়ানার ভুত দিয়ে যে মিডিয়া কতটা আক্রান্ত তা এবারের এই তরুণ ভোটার ইস্যুটিতে অনেকটাই প্রকাশিত হলো বলে মালুম হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।