আমাদের কথা খুঁজে নিন

   

নতুন নিক রেজিস্ট্রেশনের পর দ্রুত জেনারেল ও সেফ হবার উপায় ( পরীক্ষিত পদ্ধতি - বিফলে মুল্য ফেরত ) )

আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে। আমি; মনে হয় এখন জানি - কী করলে রেজিট্রেশনের পর দ্রুত জেনারেন ও সেফ হওয়া যায় । ব্যাপক পরীক্ষা নিরীক্ষা ও বাস্তব প্রয়োগ পরবর্তী পোস্ট । নিয়ম গুলি হল -- ১। রেজিট্রেশনের পর যত বেশী সময় সম্ভব লগইন করে থাকবেন ।

( মডারেটর-রা টোটাল লগইন টাইম কনসিডার করে থাকেন ) ২। প্রতিদিন দুই বা তিনটা পোস্ট দিতে হবে ( সকাল বিকাল মিলায়ে ) এই পোস্ট গুলি হতে হবে নিরীহ টাইপের , বির্তকিত বিযয় একদম ই না , কপি পেস্ট হলেও কোন ক্ষতি নাই ,শুধু সুত্র উল্লেখ করতে ভুলবেন না । পোস্টের বিযয় হতে পারে নিম্নরুপ -- আজ ক্যাট / সল্লুর জন্মদিন ( ভুলেও জিয়া/ মুজিবের নাম নিবেন না , ) স্যামস্যাং-কে বিরাট অংকের জরিমানা গুনতে হচ্ছে বাজারে এল নতুন ফোর-ডি টিভি - ইত্যাদি ইত্যাদি দেখবেন দিন দশেকের মাঝে আপনি জেনারেল হয়ে গেছেন । ৩। জেনারেল হবার পর খুব নিরীহ/ ভাল মানুয টাইপের মন্তব্য করে যেতে হবে ( খোকা/ খুকির মত ) , কাদা ছুড়াছুড়ি , গলাবাজি , চাপাবাজি একদম-ই না ।

অল্পদিনেই মডারেটর-রা আপনাকে সেফ করে দিবে । যান - এইবার মিস্টির দোকানের দিকে ছুটেন । ******** আগে অনুরোধ করে মেইল দিলে কাজ হত । এখন মনে হয় এই পদ্ধতি আর কাজ করে না ( অন্তত আমার বেলায় করে নি , আমি একাদিক বার মেইল দিয়েছিলাম ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.