আমাদের কথা খুঁজে নিন

   

আসেন নতুন বছরে প্রিয় ব্লগারদের নতুন নতুন খেতাব দেই [ফানপুস্ট]

ব্ল্যাঙ্ক

আগামীকাল পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় উত্সবের দিন। এই উপলক্ষ্যে ব্লগে আমার সকল সহব্লগারদের জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। বছরের প্রথম দিন আমরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করি।

চলুন এবারের নববর্ষকে ব্লগীয় কায়দায় একটু ভিন্নভাবে (কিঞ্চিত বিটলামির মাধ্যমে ) উদযাপন করা যাক সবাই মিলে। নতুন বছরে সবাইকে নতুন খেতাব দেয়ার একটা রেওয়াজ প্রচলিত আছে বহুদিন ধরেই। আসুন আজ প্রিয় সহব্লগারদের সবাই মিলে নতুন বছরে নতুন নতুন (এবং অবশ্যই মজার মজার ) খেতাবে ভূষিত করি। নিচে জনপ্রিয় কয়েকজন সহব্লগারকে কিছু খেতাব দেয়া হলো। এমুহুর্তে আমার অনেকের নামই মনে পড়ছে না।

তাই খেতাব প্রদান প্রক্রিয়ায় আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহন কাম্য!!! আকাশ_পাগলা - পাগলা আকাঢেকি - আধুনিক কালের ঢেকি রাজসোহান - রোমান্টিক পিচ্চি/ পুপি সোহান স্বপ্নকথক - দি ছাগু স্টার হাসান মাহবুব - মি. প্যারানয়েড শয়তান - ছাগুতাড়ানি মাস্টার এরশাদ বাদশা - বিপ্লবী নেতা কালপুরুষ - লুলপুরুষ নাফিস ইফতেখার - ইঁচড়ে পাকা ম্যাভেরিক - গণিত-গল্পবিদ লালসালু - লুলসালু রাগ ইমন - সলিড ধোলাইমাস্টার দূরন্ত স্বপ্নচারী - পাত্র no.1 ইমন জুবায়ের - কঠিন গল্পকার সিস্টেম ইঞ্জিনিয়ার - সভাপতি,বাংলাদেশ লুলীয় সমিতি আল্লামা হয়রান কাগু - তালগাছ একপায়ে দাঁড়িয়ে পাহাড়ের কান্না - বিবাহ পাগল কবি রাজামশাই - পুষ্পবিদ ভাঙ্গন - রুকচানাপু শ্রাবনের ফুল - শ্রাবনের লুল অমি রহমান পিয়াল - মুক্তিযুদ্ধের আর্কাইভ তামিম ইরফান - অধ্যাপক গুলাবী আহমেদ রাকিব - গ্রেইট কাব্য সমালোচক মামুন বিদ্রোহী - বিদ্রোহী ছাগু ফাইটার জুন - বারো মাস জুন শায়মা - খোকাভাই ফেরে না আইরিন সুলতানা - শেষ হোক রটনা সুরঞ্জনা - আনন্দ-বেদনা লীনা দিলরুবা - সামুতে আর না ফারা তন্বী - একালের রোকেয়া রাজ মো, আশরাফুল হক বারামদী - সহজ কথায় কঠিন বিষয় চিকনমিয়া জ্যাডা - মাইনাস স্পেশালিস্ট হাইফেন - গুপ্তকেশ বিশেষজ্ঞ কাব্য - হাসির মহাগাব্য(গদ্য) তৌহিদুর রহমান - টেক্রটাইল ওরফে ক্রোকোডাইল ইঞ্জিনিয়ার বাঙ্গাল - চিন্তাশীল ঘবেষক মেহরিন সাদিয়া সুমি - ঘটক আফা আরিফুর রহমান - ঘনাদা টেকনোলজী - মিথ বিদ্রোহী রণ ক্লান্ত -বিদ্রোহী ধব্জে ভঙ্গ মোঃ আবুল কালাম আজাদ - ডেসটিনি আবুল হ্যামেলিন এর বাঁশিওয়ালা - মহাপুরুষ জীবনানন্দদাশের ছায়া - মডুর ছায়া [বি.দ্র. : উপরে প্রিয় সহব্লগারদের যেসকল খেতাব দেয়া হয়েছে তা সম্পূর্ণভাবেই ফান। কাউকে ব্যক্তিগতভাবে না নেয়ার অনুরোধ করা হলো। ]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.