আমাদের কথা খুঁজে নিন

   

নতুন নতুন সব মোবাইল অ্যাপলিকেশন থেকে সাবধান; নইলে কিন্তু খাবেন ধরা..

আমি কোনকিছুই সু-ভাবে প্রকাশ করতে পারি না। নতুন প্রযুক্তি হইতে সাবধান!!!!!! অ্যাপেলের নতুন এক অ্যাপলিকেশন করল ধামাল। বিবাহবিচ্ছেদের মতো সিরিয়াস ঘটনার জন্ম দিল নতুন অ্যাপলিকেশন "ফাইন্ড মাই ফ্রেন্ড"। অ্যাপেলের i phone 4s -এ নতুন এই অ্যাপলিকেশন ঘটালো এই দূর্ঘটনা। আমারিকার এক ব্যাক্তির মনে সন্দেহ উকি মারে যে, তার স্ত্রী পরকিয়া করছে তার কোন বন্ধুর সাথে।

কিন্তু কিছুতেই তিনি তার স্ত্রীকে হাতে-নাতে ধরতে পারেন না। তো অবশেষে তিনি এই নতুন অ্যাপলিকেশনের সাহায্য নেন। তিনি তার মোবাইলে ঐ অ্যাপলিকেশনটি ডাউনলোড করেন এবং এতে তার স্ত্রী ও সেই পরকিয়া বন্ধুকে ঐ অ্যাপলিকেশনে অ্যাড দেন। তারপর আসে সেই মহেন্দ্রক্ষণ। একদিন তার স্ত্রী তাকে বান্ধবীর বাড়ি যাবে বলে বাইরে যাই।

স্ত্রীর বলে যায় তার বান্ধবীর বাড়ি East Village-এ। স্ত্রী বাইরে যাওয়ার কিছুক্ষণ পর তার সন্দেহ হয়। সে ঐ অ্যাপলিকেশনের সাহায্যে দেখতে পারে তার স্ত্রীর বর্তমান অবস্থান 10th street-এ। আবার, সেই স্ত্রীর পরকিয়া প্রেমিকটির অবস্থানও একই জায়গায়। সে এ থেকে হাতে-নাতে প্রমাণ পায় তার স্ত্রী কোথায় গেছে।

তাই, বলতেছি নতুন নতুন সব অ্যাপলিকেশন থেকে সাবধান সবাই। নইলে কিন্তু খাবেন ধরা। Detail News ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.