দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।
নতুন একটি বছর এসে গেল। নুতন সব ইচ্ছা আর নতুন সব আশায় বুক বাধি নতুন বছর কে ঘিরে।
গত বছরটা খারাপ ছিল না। আবার খুব যে ভাল ছিল তাও নয়্ অনেক কিছূ হারিয়েছি।
যা পেযেছি তাও কম নয়। এই বছরের শেষ মাসে, সামুতে একসেস পেলাম। তার পর ষোল দিনের মাথায় সেফ। নতুন সব লেখা তৈরি করার চেষ। টা করছি, প্রকাশ করছি।
অনেকে দেখছেন, মন্তব্য করছেন। উৎসাহ জানাচ্ছেন আরও সামনে এগিয়ে যাবার।
গতকাল একটি পোস্ট পড়ে বছরের শেষ দিনটাও আনন্দে ভরে উঠল। সামু সায়েন্স ফিকশন সংকলন ২০১০ . তাতে আমার অনুবাদ করা দুটি গল্প স্থান পেয়েছে। মনটা এক হঠাৎ ভাললাগায় ভরে গিয়েছিল সেই সময়টায়।
কি হবে আগামী বছরটায়? নাকি এই বছরই বলব? শুরু তো হয়ে গেছে...
অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছ আছে সেগুলো সত্যি করতে চাই। তবে এর পথে একটি বিশাল বাধা আমার অলসতা আর পরে করব এই মনোভাব।
চেষ্টা থাকবে এর মাঝেও কিছু করার। নতুন কিছু স্বপ্ন দেখব এই বছর। নতুন কিছূ চেষ্টা থাকবে এই বছর।
অনেক কিছু দিতে চাই সামুর ব্লগার ও পাঠকদের। একটি বিজ্ঞান বই অনুবাদ শুরু করেছিলাম। দুটি অংশ অনুবাদ করার পর একটু বিরতি পরেছে কিছূ ব্যস্ততার জন্য।
আবার শুরু করব একটু সময় পেলেই।
নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।
ভাল থাকবেন। ভাল রাখবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।