নতুন বছরের শুরুতে প্রথম সকালটা প্রকৃতি দেখে কাটালাম..
সব কিছু আগের মত আছে ;তবুও আজ নতুন বছর,নতুন সকাল,নতুন সূর্য,নতুন দিনের শুরু....
গত বছরের কথা চিন্তা করতেই একটি কথা মনে পড়লো-
"আজ আমরা যেমন নতুন বছর পাচ্ছি,আমাদের আগামী প্রজন্ম কি এতটা নিরাপদ ভাবে দেখবে;অথবা আদৌ দেখবে কিনা যথেষ্ট সন্দেহ আছে."
কারন--:
তাপমাত্রা যে ভাবে বাড়ছে তাতে একসময় হয় আমরা ডুবে যাবো নয়তো অতি প্রাকৃতিক দূযোগ এর মধ্যে পড়তে হবে...
তখন এ নিশ্চিন্ত ভাবে নতুন দিন উপভোগ করা যাবে???????
সৈকত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।