আমাদের কথা খুঁজে নিন

   

টেকি ভাইরা আমাকে হেলপান। আমার কম্পু কিছুক্ষণ পর পর খালি হ্যাঙ করে।

ভাই আমি উইন্ডোজ সেভেন ব্যবহার করি। রেম হলো এক গিগা-ডিডিআরটু। কাহিনী হলো কয়েক দিন ধরেই কয়েকটা প্রগ্রাম চলার পর আমার কম্পু পুরা হ্যাঙ করে। তখন তো রিস্টার্ট দেয়া ছাড়া আর কোন উপায় থাকে না। আমি সিপিইউর ফ্যান খুললাম, দেখলাম ঐটার ভেতরে বালু নাই।

তাই প্রসেসরও গরম হয় না। এখন আমি কী করব? আমি ৪-৫ মাস আগে একটা ব্যাকাপ এফ ড্রাইভে সেভ করে রাখসি। কিন্তু আমার ডিভিডি ড্রাইভটা নষ্ট। এখন বুট করে উইন্ডোজ সেটাপ দেয়াও যাচ্ছে না। কী করব টেকি ভাইরা? আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন।

কারণ কম্পু ছাড়া আমার জীবনটা পুরাই হেল।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.