পাকিস্তানের সাথে আমেরিকার দহরম মহরম সম্পর্ক। সন্ত্রাসবাদের ইস্যুতে কাড়ি কাড়ি ডলার ঢেলেছে আমেরিকা পাকিস্তানে। আর পাকিস্তানের শাসকরা সেসব টাকা খেয়ে আমেরিকার সমর্থন জানিয়েছে। মধ্যে লাদেন ইস্যুতে কথ ঘটনা ঘটলো। তো যাই হোক পাকিস্তানের আমেরিকার বিরুদ্ধে কথা বলাটাকে ছল বলে মনে হয় ।
এখন আবার পাকিস্তানের সুন্দরী কম বয়সী পররাষ্ট্রমন্ত্রীর মাঝে মাঝে কিছু কথা শুনে মনে হয় এসব কি সত্যি নাকি নাটক । কারণ ওদেরকে তো আসলে আমরা বিশ্বাস করতে পারি না। আর যদি এ হুমকী সাত্য হয়ে থাকে তাহলে সাধুবাদ জানাই তাদেরকে । কারণ মার্কিনীরা বিশ্ব সন্ত্রাসী ও বেহায়া এবং মানবাধিকার বিনষ্টের রাক্ষস । তাদের ধ্বংস চাই ।
আজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার আবারো বলেছেন, আমেরিকা ক্ষমা না চাইলে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সেনাদের জন্য রসদ পরিবহনের রুট খোলা হবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।