আমাদের কথা খুঁজে নিন

   

দারিদ্র এবার সত্যি সত্যি জাদুঘরে যাবে ....: অভিনন্দন ব্রাক



নোবেল পুরষ্কার পাবার পর - একটা নোবেল বক্তৃতা দিতে হয়। সেইসব বক্তৃতার মধ্যে অনেক জ্ঞানগর্ভ কথা থাকে। তবে ইতিহাসের সবচেয়ে হাস্যকর নোবেল বক্তৃতা দিয়েছিলেন খুব সম্ভবত: ড. ইউনূস। তিনি বলেছিলেন, দারিদ্রকে তিনি কত সালের মধ্যে যেন জাদুঘরে পাঠাবেন। এটি খুবই স্পষ্ট যে, তার নোবেল পুরষ্কার লাভের ঘটনা , অনেকের মধ্যে প্রবল উৎসাহ যুগিয়েছে।

সত্যি সত্যি দারিদ্রকে জাদুঘরে পাঠাতে এগিয়ে এসেছেন কেউ কেউ....অবস্থাদৃষ্টে মনে হচ্ছে একে এক গরীব মানুষদের পিটিয়ে মেরে তাদের গাছে ঝুলিয়ে ফেললে, দেশ থেকে গরীব মানুষ চিরতরে নির্মূল হয়ে যাবে। আর দরিদ্র মানুষ না থাকলে, দারিদ্রও থাকবে না। তবে স্যাম্পল হিসেবে কিছু গরীব মানুষকে জাদুঘরে থাকবে। মিরপুরের চিড়িয়াখানায় বিশাল একটা কুমিরের মডেল আছে, যেটা দেখে আমরা ভাবি, হায় এককালে দেশে এতো বড়ো কুমরি ছিল...তেমনি সব গরীবকে মেরে ফেলে অল্প কিছু দরিদ্র মানুষ বা তাদের কঙ্কাল জাদুঘরে লটকানো থাকবে ... গোটা বিশ্ব দেখবে...আমরাও পারি দারিদ্র নির্মূল করতে ... ব্রাককে আন্তরিক অভিনন্দন...এরকম একটি মহতী উদ্যোগ হাতে নেওয়ার জন্য। দারিদ্র নির্মূল করার তাদের এই প্রক্রিয়াটি সত্যিই বেশ অভিনব।

আশা করি, এর পরের বার তারা মানুষ মেরে গাছে না ঝুলিয়ে তাদেরকে মাটিতে পুঁতে ফেলবে ...কিংবা আগুনে পুড়িয়ে ফেলবে...যাতে এইসব নিয়ে ব্লগে অযথা কোন লেখালেখি না হয় ... মিডিয়া তো ম্যানেজ হয়েই আছে ..খালি কিছু ফাজিল ব্লগার ছাড়া .... ভুল করে ব্রাকের লোগে ব্যবহার করতে গিয়ে অন্য লোগো ব্যবহার করে ফেললাম ...দুটোর মধ্যে চেহারা কিছু মিল আছে বৈকি ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.