প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করপোরেট বা কোম্পানি করের কিছু ক্ষেত্রে পরিবর্তন আনার প্রস্তাব রেখেছেন। অন্যান্য কর স্তর পুনর্বিন্যাস না করে শেয়ারবাজারে তালিকাভুক্ত মুঠোফোন অপারেটরদের করের হার বাড়ানোর প্রস্তাব করেন মন্ত্রী।
জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আজ বৃহস্পতিবার এই প্রস্তাব করেন।
এর আগে মুঠোফোন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উত্সাহ দিতে কর হার ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু গ্রামীণফোন ছাড়া আর কোনো কোম্পানি এখনো তালিকাভুক্ত হয়নি।
আবদুল মুহিতের প্রস্তাব হচ্ছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত মুঠোফোন কোম্পানির করপোরেট কর ৪০ শতাংশ হবে। এতে করে গ্রামীণফোনকে আগের চেয়ে বেশি কর দিতে হবে।
তবে চলতি অর্থবছর পর্যন্ত গ্রামীণফোনের ওপর ৩৫ শতাংশ হারে করপোরেট কর আরোপিত থাকবে। আগামী অর্থবছর থেকে নতুন হার প্রযোজ্য হবে। আর তালিকাভুক্ত নয়, এমন মুঠোফোন কোম্পানিগুলোকে সর্বোচ্চ কর হার ৪৫ শতাংশ হারেই সরকারকে রাজস্ব দিতে হবে।
অর্থাত্ অন্য মুঠোফোন অপারেটরদের কর হারে কোনো পরিবর্তন হচ্ছে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।