গ্রামীণফোনের নতুন সাইট দেখতে গিয়েছিলেন কেউ? সবই ঠিক আছে কিন্তু একটা ছবি খুব বাজে নির্বাচিত হয়েছে। এত বয়স্ক মেয়েকে মডেল হিসেবে ব্যবহার করা উচিৎ হয়নি। ছবিটাতে মেয়েটার দিকে দেখেন চোখের পাশে যে কুঁচি পড়েছে তাতেই বয়স আর লুকানো সম্ভব হয় না। এই ভুলটা গ্রামীনের করা উচিৎ হয়নি।
অথচ বাংলা লিঙ্কের মেয়েদের দেখবেন, দেখলেই মনটা আনচান করে। কিছু সেম্পল পাওয়া যাবে [লিংক=যঃঃঢ়://িি.িহবঃবপমৎড়ঁঢ়.পড়স/নধহমষধষরহশ][/লিংক] http://www.netecgroup.com/banglalink ঠিকানা থেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।