আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক কোন গেম ( যেমন ম্যাক্স পেইন থ্রি) আমার পিসিতে হোস্ট করে সরাসরি আমার এক ফ্রেন্ড এর সাথে সেটা খেলতে চাই। সেটা কি সম্ভব ?

PLan সফটওয়ারের মাধ্যমে একসময় ফিফা ১০ , নিড ফর স্পিড এসব গেম খেলতাম সরাসরি কারো সাথে। আমি ও আমার বন্ধু একই ভার্শনের গেম ইন্সটল দিতাম, আমি বা সে হোস্ট করতাম, PLan সফটওয়ারের মাধ্যমে কানেক্ট হতাম। খেলতাম। এভাবে সরাসরি খেলা যায়। বাঙলা লায়ন কানেকশন ছিল। কিন্তু সফটওয়ার টা অনেক আগের, এখন আর পাচ্ছি না। শুনেছি কল অফ ডিউটি ব্ল্যাক অপস, সিভিলাইজেশন ৫ সহ বেশীরভাগ আধুনিক গেম এসবও নাকি ডিরেক্ট আরেকজনের সাথে খেলা যায়। কিন্তু কিভাবে? কেউ করেছেন এরকম? মানে আমি চাই, গত এক বছরে রিলিজ হওয়া আধুনিক কোন গেম ( যেমন ম্যাক্স পেইন থ্রি) আমার পিসিতে হোস্ট করতে, তারপর সরাসরি আমার এক ফ্রেন্ড এর সাথে সেটা খেলতে। সেটা কি সম্ভব ? আমাদের গেম আসল হলে এটা কোন ব্যাপারী ছিল না, কিন্তু পাইরেটেড ভার্সন বলে করতে পারছি না। কোন উপায়?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।