আমাদের কথা খুঁজে নিন

   

****আধুনিক রূপকথা*****

অনলাইন সিকিউরিটি কনসালট্যান্ট ও সফটওয়ার অ্যানালিস্ট । অপেক্ষায় আছি কখন সময় থমকে যায়.... বিকিয়ে যাওয়া মানবিক মুল্যবোধ বুকে নিয়ে মেকি ভদ্রতার সংস্থাপন আর পরিমার্জনে ব্যস্ত পৃথিবী । ক্ষয়ে যেতে থাকে সরলতার জীর্ন চাদর - আর চড়া পড়ে যায় অনুভূতির বন্দরে, এযেন কর্পোরেট ওয়ার্ল্ডের খন্ডচিত্র । তাড়াতাড়ি ওপরে ওঠার সিঁড়িটা খুজে পেতে অজান্তে নিজেকেও পণ্য হতে হয় - প্রতিমুহূর্তে পাল্টায় ভালোবাসার মানে - জীবনদর্শন। সস্তার হাটে নিজেকে বিক্রয়যোগ্য করার জন্য প্রতিযোগীর থেকেও সহজলভ্য হওয়ার থিয়োরী, শহরের অন্ধকার গলিতে অন্ধকারের সঙ্গে আপোষ করে জীবনের শুড়িঁপথ বেয়ে পথ শোনার নামই - স্বাধীনতা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।