কালের গতিবিদ – বিলীন হবার পালা এখন তার আধুনা ভাববিদরা বলে উঠেছে যখন – বাহ্যিক কোন প্রায়োগিক বল প্রয়োজন নেই আর কারন , স্থির যারা ছিল গতিশীল আজ । তারাও - যারা ছিল গতিতে । কাজের প্রতিক্রিয়া বিপরীত , তবে অসমান , কখনো বিপরীতও নয় যেন অনুভূতিতে । তা নাহলে অসম যুদ্ধ আজ কি করে ? সবলের ক্রিয়া শুধু লিগ্যাল – হয়তোবা মিছে কিন্তু দুর্বল- আগেও , এখনো , অনাদিকাল – বা তারও আগে থেকে প্রতিক্রিয়ায় থাকে পিছে । ঠিক যেন , কখনো সমান , তবে বিপরীত নয় অথবা বিপরীত যেটা – সেটা অসমান হয় । কখনো বা নয় কোনটাই । আজ লাঠির জবাবে কোন লাঠি নেই , নেই বোমার জবাবে কোন বোমা । হাতের জবাবে আজ হাত নেই যার , তার কথার জবাব শুধু জমা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।