প্রেমিক প্রেমিকার বিরোধে যশোরে হাঁস মুরগীর ডিম পাড়া বন্ধ। গতকাল শনিবার আমাদের নিজস্ব সংবাদদাতা এই খবর জানিয়েছেন।
জানা যায়, প্রেমিকার বাবা শখ করে গড়ে তোলেন একটি মুরগীর খামার। সেই খামারের সকল কর্মচারী প্রেমিকার বাবার অত্যাচারে অতিষ্ট হয়ে গান শর্টে আক্রান্ত হওয়ার ভয়ে খামার ছেড়ে পালিয়েছে।
মুরগীগুলো কেউ অতিরিক্ত খেয়ে আবার কেউ না খেয়ে অসুস্থ হয়ে গেছে।
ফলাফল ডিম পাড়া বন্ধ।
অন্যদিকে, প্রেমিকের বাবার ছিল একটি বিশাল বাড়ী। সেই বাড়ীতে তিনি হাস পালন করতেন।
হাসগুলো ডিম দিয়ে যাচ্ছিল ঠিক মত। হঠাত করে সেই বাড়ীতে এক জামাই আসল।
তার পছন্দ হাসের মাংস আর রুটি পিঠা। প্রতিদিন জামাইয়ের জন্য হাস জবাই করতে হাসের সংথ্যা শেষ হয়ে গেল।
একটা হাস কোনভাবে প্রানে বাচে পালিয়ে। সে সোনার ডিম পাড়ে।
খামারের মালিক এই হাসটির জন্য কান্নায় ভেঙ্গে পড়ে।
তিনি নিকটস্ত প্রেসক্লাবে গিয়ে তার উপর অত্যাচারে কথা জানায় এক সংবাদ সম্মেলেনে। লিখিত বক্তব্য উপরের কথাগুলো তুলে ধরেন।
সংবাদ সম্মেলনের সকল কথা বিশিষ্ট চিকিতক সাতভাই চম্পা হাসদের অবহিত করলে।
জেলার সকল হাস ও মুরগী এক যোগে ডিম পাড়া বন্ধ করে দেয়ার ঘোষনা দেয়া হয়। এতে পুষ্টি সংকট দেখা যাওয়ার আশংকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংবাদ সম্মেলনে আরো জানায়, ডিম পাড়তে কত কষ্ট তা হাসমুরগী ছাড়া কেউ জানে না।
সেই ডিম উম লেট করে খাও। ব্লেড দিয়া জবাই করে খাও। গুলি করে মেরে খাওয়া তারপর জবাই করে রুডি দিয়ে খাও। অথচ হাসমুরগীর কষ্ট যারা বুজে না তাদের ধ্বংস খুব শিগ্রই।
হাস মুরগী অনশনে যাওয়ার ঘোষনা দিয়েছেন।
অনশন করে আর থাকবেন কদিন।
খালি পেটে গ্যাস জমা হবে। সেই গ্যাস বোমার ন্যায় বিস্ফোরিত হবে। ধ্বংস আনবে।
জানমালের ব্যাপক ক্ষতি হবে।
তারই জের ধরে আজ আমার মতো মজলুমের উপর এই আক্রমণ করা হতে পারে। আমি এই আক্রমণের তীব্র নিন্দা জানাই আগে থেকেই। সেইসাথে বিরোধীদলকে পার্লামেন্টে এসে তার বাক্তব্য পেশ করতে অনুরোধ জানাই। আলোচনার মাধ্যমে (এবং আরও কিছুর মাধ্যমে) বিরোধের নিষ্পত্তি করা যেতে পারে।
(কাল্পনিক)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।