আপাতত ঘুরপাক খাচ্ছি! একবার বৃক্ষ হতে চেয়েছিলাম ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমার শিকড় নড়ে গিয়েছিল ধৈর্য্যের পরীক্ষায় ফলাফল শূন্যতা দেখে একবার মৎস্য হতে চেয়েছিলাম ধীবরের ফাঁস জালে গলা আটকে ছটফট করতে করতে আবারও ডাঙ্গায় উঠে এসেছি মরা মাছের চোখের ন্যায় আকাশের কালো গহবরে আমার দৃষ্টি হারিয়েছে। একবার চাঁদ হয়ে জোছনা ছড়াতে গিয়ে সূর্যের তেজে আমার জমিন পুড়ে ভস্ম হয়েছে, মাটি হতে গিয়ে কয়েক সহস্র ক্রেনের শব্দে আমি হুড়মুড় করে জেগে উঠেছি, নগরায়নের কর্কশ সুর আমার মাটির বুকে বুলডোজার চালিয়েছে। অন্ধকারের সমান্তরালে শ্রান্ত পা দুখানা তুলে তোমার কাছে ছুটে এসেছি আমি আর কিছু হতে চাইনা--- মাটির মানুষ মাটিতে মেশা অব্দি তোমার প্রেমিক হয়েই বাঁচতে চাই। ছবিঃ নিজস্ব এ্যালবাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।