কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।
মাঝে মাঝে হঠাৎ করেই আমাদের একটা টিভি চ্যানেল আসে, যার নাম মাই টিভি। এটা বোধহয় গানের চ্যানেল। সারাদিন দেখি গান বাজনা দেখাইতেছে। যাউক, ত হঠাৎ করেই দুদিন একই এনিমেশন ক্লিপ দেখলাম ওদের।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি বলেই মনে হল। জার্মানীর ওপর রাশিয়ার প্লেনগুলো উড়ে যাওয়ার যে ভিডিওটা আছে, অনেকটাই সেরকম। একটা প্লেন আসছে, আস্তে আস্তে ওটা স্ক্রিনের সামনে এসে পড়ল, দেখে গেল ওটার পেছনেও অনেকগুলো প্লেন আছে। আস্তে আস্তে পুরো ঝাঁকটাকেই দেখা গেল। শত শত প্লেন।
প্লেনগুলার উপর দেখে দেখাচ্ছে। প্লেনগুলা উড়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে, নিচে আমাদের দেশ। সংসদ ভবন এইত একটু সামনেই।
প্লেনগুলোর নিচের উইন্ডো খুলে গেল।
টুপ টাপ করে পড়তে লাগল ভারী ভারী শত শত বোমা। বোমা গুলো যখন নিচে পড়ছে, বুকটা ধক করে উঠে। উপর থেকেই দেখাচ্ছে। কালো কালো বিন্দুগুলো আরও নিচে নামছে।
এবার নিচে থেকে দেখাচ্ছে, একগাদা ফুল পড়ছে।
বাংলাদেশের উপর এত শত প্লেন দিয়ে একগাদা ফুল ছেড়ে দেয়া হয়েছে। বৃষ্টির মত করে হালকা ভাবে পড়ছে ফুল।
আমি হতবাক হয়ে ঢোক গিললাম। একটু পরে এত খুশি লাগল, যে আইডিয়া এত দারুণ। মানে, এনিমেশন কোয়ালিটি অনেক বেশি চরম আর আইডিয়ার ত কথাই নেই।
ইউটিউবে অনেক খুঁজেও পেলাম না। আপনাদের কেউ দিতে পারেন এটার লিংক ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।