আমাদের কথা খুঁজে নিন

   

দিগন্ত টিভি, ইসলামী টিভি, মোহনা টিভি.... নীতিহীনতার চুড়ান্ত উদাহরণ।

http://www.facebook.com/Kobitar.Khata

দেশটা আসলেই নষ্টদের দখলে চলে যাচ্ছে। ইদানিং ঢাকা শহরের দেয়াল গুলো, বিদ্যুতের খাম্বাগুলো, বাসের গ্লাসগুলো ''যৌন দুর্বলতায় ভুগছেন''দের দখলে। তারা ঐসব জয় করে এখন টিভি মিডিয়ায় তাদের ঝান্ডা উড়চ্ছে। আজ একটু সকাল সকাল ঘুম ভেঙ্গেছিল। হাতে একটু সময় থাকাতে টিভির রিমোট হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চ্যানেল গুলো দেখছিলাম।

দিগন্ত টিভিতে গিয়ে দেখি একটি অনুষ্ঠান(বিজ্ঞাপন) চলছে কোন একটি হোমিওপ্যাথি ডাক্তারের। তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য অনুষ্ঠানগুলো করে থাকে সাক্ষাতকারের আকারে এবং ২০/২৫ মিনিট ব্যাপী। দেখে মনে হবে এটি কোন বিজ্ঞাপন নয়, এটি উক্ত টিভির নিজস্ব অনুষ্ঠান। অনুষ্ঠান গুলোর মোদ্দা কথা একজন লোক (দেখে মনে হবে সংবাদ প্রতিবেদক) উক্ত চিকিৎসা প্রতিষ্ঠানে কিছু রুগীর সাথে কথা বলবেন। তার কমন প্রশ্ন থাকবে রুগী এখানে কেন এসেছে, কি সমস্যা, এখন কি অবস্থা।

আর রুগীর কমন উত্তর হবে '' আমার .... এই.... এই সমস্যা, আমি ইন্ডিয়া গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, দেশে অনেক ভাল ভাল ডাক্তার দেখিয়েছি কিন্তু কোথাও আমার কিছু হয়নি। কিন্তু এখানে আশার পর আল্লাহর রহমতে আমি বেশ ভাল আছি, আমার সকল সমস্যার সমাধান হচ্ছে'' ইত্যাদি ইত্যাদি। দিগন্ত টিভি থেকে চ্যানেল ঘুরিয়ে ইসলামী টিভিতে গিয়ে দেখি সেখানেও ঠিক এমন আরেকটি অনুষ্ঠান (বিজ্ঞাপন) চলছে। এর আগে মোহনা টিভিতেও এমন অনুষ্ঠান দেখেছি। বৈশাখীতেও সম্ভবত এমন অনুষ্ঠান হয়।

বৈশাখীতে মোটাসোটা গরুর মতো এক পিরের তো বিজ্ঞাপনই দেয়া হয়। আর প্রাইভেট চ্যানেল গুলোতে সারাদিনই এইসব বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে। দুঃখের কথা হলো টিভি মিডিয়া যত বেশী বাড়বে তাদের মাধ্যমে সমাজের কুসংস্কার, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে মানুষকে সচেতন করার কথা। কিন্তু ফল হচ্ছে উল্টো। প্রচলিত চিকিৎসা ব্যবস্থাকে চালেঞ্জ করছে এমন কিছু ভুইফোড় প্রতিষ্ঠানের টাকার কাছে আমাদের মিডিয়াগুলো বিক্রি হয়ে যাচ্ছে।

মানুষ টিভি মিডিয়ার মাধ্যমে সচেতন হওয়ার বদলে কিছু অর্থ লোভী প্রতারকের শিকারে পরিনত হচ্ছে। আর তাদের সেই প্রতারকদের শিকার বানানোর জন্য টিভি মিডিয়া রাখছে বড় ভূমিকা। সত্যিই দেশটি নষ্টদের দখলে চলে যেতে বসেছে। এই নষ্টদের থেকে রক্ষা করার জন্য, আমাদের সচেতন করার জন্য কেউ নাই। আমাদের নিজেদেরই সচেতন হতে হবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।