নারায়ণগঞ্জের গন জাগরন মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকীকে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ক্যাডার ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম পারভেজসহ আরো কয়েকজন মিলে হত্যা করেছে বলে অভিযোগ করছেন রাব্বি। ওসমান পরিবারের বিরুদ্ধে নারায়ণগঞ্জে ব্যাপক সন্ত্রাস, হত্যাকান্ড, চাঁদাবাজি ও টর্চার সেল পরিচালনার অভিযোগও রয়েছে। শামীম ওসমানসহ অভিযুক্তদেও গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবী জানিয়ে আসছেন রফিউর রাব্বি। তবে হত্যাকান্ডের পয়তাল্লিশ দিন চলে গেলেও এ ব্যাপারে পুলিশের দৃশ্যমান কোন অগ্রগতি নেই।
এ পরিস্থিতিতে রোববার নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর।
অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার স্বিকার করতে, বলতে এবং আপনাদের সামনে ঘোষনা করতে আমার বিন্দুমাত্র ইতঃস্তত বোধ নাই যে ত্বকীর হত্যাকান্ড একটি নজিরবিহীন নির্মম হত্যাকান্ড। এ ঘটনায় শুধু নারায়ণগঞ্জবাসি নয় সারা বাংলাদেশ লজ্জিত। তার হত্যাকারিরা যারাই হোক না কেন, যে দলেরই হোক না কেন, যে পদেই থাকুক না কেন, যে পরিবার যারই আত্মীয়স্বজনের দাবীদার তারা হোননা কেন খুন হিসেবে বিবেচনা করে হত্যাকান্ডের শান্তির বিধান আমাদের করতে হবে এবং করবো। আমরা ত্বকীর হত্যাকারিদের বিচার সম্পন্ন করে এবং এর আগে হাতে নেয়া সকল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে, যুদ্ধারপরাধীদের বিচারকাজে যারা বাঁধা সৃষ্টি করছে তাদের দমন করে প্রতিষ্ঠিত করবো বাংলাদেশ অপরাধীদের অভয়ারন্য নয়। বাংলাদেশে খুন করে অপরাধ করে কেউ রেহাই পাবেনা।
সকল শাস্তির বিধান করে সকল নাগরিককে সমভাবে বিকশিত হওয়ার সূযোগ করে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
বিকশিত হওয়ার আগেই ত্বকীকে হত্যা করা হয়। এ লেভেল পরীক্ষ্যা সে তিনশ নাম্বারের মধ্যে ২৯৭ পেলো। যেদিন রেজাল্ট বের হলো সেদিন পাওয়া গেলো ত্বকীর লাশ।
স্বরাষ্ট্রমন্ত্রীর কথার প্রতিফলন কি বাস্তবে দেখা যাবে ? মনে হয় না।
সাগর-রুনি হত্যাকান্ডের পরে সেসময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে। একটা বাচ্চা গুলিবিদ্ধ হওয়ার পর বিএনপি’র স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ’য় নিয়া গেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা ফাঁকা-ফাপা বুলি ছাড়তে অভ্যস্থ।
তারপরে আশায় বুক বাঁধি। এবার হয়তো অন্যবারের মতো হবেনা।
ত্বকী হত্যার বিচার সত্যি-ই হয়তো আমরা পাবো। #
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।